আর মাত্র কিছু দিন। তার পরেই ভোট। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে দু’টি দফা। তাই দিনরাত এক করে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন মমতার সৈনিকেরা। গতকাল সকালে তিনি দাঁতনে রোড শো এবং দুপুরে পথসভা করেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া।সভায় আরএসএস সম্পর্কে দলের কর্মী-সমর্থকদের সতর্ক করলেন মানস।
মানস জানান, “তৃণমূল সরকারে আসার পর বাংলায় হিংসা, অশান্তির কোনও জায়গা নেই। লোকসভার নির্বাচনও শান্তিপূর্ণভাবে হচ্ছে”। শান্তিপূর্ণ নির্বাচনেই তৃণমূল ৪২–এ ৪২ পাবে বলে দাবি করে তিনি বলেন, “নজর রাখুন। খবর রাখুন। ভোট করাতে আরএসএসের লোকেরা নেমে পড়েছে। চারদিকে উত্তেজনা তৈরি করতে চাইছে। কোনও প্ররোচনায় পা দেবেন না। নিজেরা কিছু করবেন না। ব্লক নেতৃত্বকে জানান। প্রশাসনকে জানান”।
তাঁকে বলতে শোনা যায়, “৪০ বছর ধরে বিধায়ক থেকে সবং–এর মানুষের সেবা করেছি। সাংসদ হয়ে আপনাদের সেবক হয়েই কাজ করব”।পাশাপাশি তিনি এই কথাও জানান, লোকসভার সাংসদ হওয়ার পর তিনি প্রথম সভা করবেন এই দাঁতনেই এবং কর্মীদের বাদ দিয়ে কোনও কাজ করবেন না।
দাঁতনের পথসভা থেকে দিলীপ ঘোষকে আক্রমণ করেন পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি। বলেন, “কেশিয়াড়িতে দিলীপ ঘোষের কর্মিসভায় দুটো ব্লক মিলিয়ে দু’হাজার লোক হয়েছে। আর বৃহস্পতিবার দাঁতনে জনস্রোত বইছে”। মানস ভুঁইয়ার সমর্থনে দাঁতনের বামনপুকুর থেকে সরাইবাজার পর্যন্ত মিছিল ও পথসভা করে তৃণমূল। উপস্থিত ছিলেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান, জেলা যুব তৃণমূলের সভাপতি রমাপ্রসাদ গিরি, দাঁতন ব্লকের যুব তৃণমূল সভাপতি মণিশঙ্কর মিশ্র।