আজ ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চলতি মরশুমের আইপিএলে বিগত ম্যাচের হারে বিপর্যস্ত নাইট বাহিনী। আজ জিততে না পারলে লিগ টেবিলে অনেকটাই পিছনে চলে যাবে কলকাতা। চিন্তায় রাখছে রাসেলের চোটও। অন্যদিকে আজ ইডেনে হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে আরসিবি। সুতরাং দুই দলের কোনো দলই রাজি নয় এক ইঞ্চি জমি ছাড়তে। বিরাটবাহিনীকে হারাতে কাদের মাঠে নামাবে নাইটরা?
নাইট বাহিনীতে আজকের ম্যাচ ওপেন করবেন ক্রিস লিন। লিন ও নারাইনের ওপেনিং জুটি পাওয়ারপ্লেতে ঝড় তুললে অনেকটাই এগিয়ে থাকবে নাইট রাইডার্স। দু’নম্বরে সুনীল নারাইনকে খেলানোর চেষ্টা করবেই দল। তিনি থাকলে ঝোড়ো ইনিংসে কোহালিদের ভয় পাওয়াতে পারবেন বলেই আশা নাইটদের। তিন নম্বরে নামতে পারেন নীতীশ রাণা। চার নম্বরে নামবেন রবীন উথাপ্পা। প্রয়োজনে দ্রুত রান তুলতে পারেন পার্টনারশিপের ক্ষেত্রেও তাঁর রসায়ন রাণা, নারাইন, কার্তিকের সঙ্গেও বেশ ভাল। পাঁচ নম্বরে নামবেন অধিনায়ক দীনেশ কার্তিক। বিরাটের দলকে চাপে ফেলতে দীনেশের শীতল মস্তিষ্ক কাজে লাগবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ছয় নম্বরে নামবেন শুভমন গিল। মিডল অর্ডার আরও বেশি শক্তিশালী হবে তিনি থাকলে। সাত নম্বরে নামবেন আন্দ্রে রাসেল। অনুশীলনে চোট পাওয়া রাসেল পুরো সুস্থ না থাকলে তাঁর বদলে কার্লোস ব্রেথওয়েট নামতে পারেন। আট নম্বরে নামবেন পীযূষ চাওলা। নয় নম্বরে নামবেন কুলদীপ যাদব। বিরাটের উইকেট নিতে মুখিয়ে রয়েছেন তিনি। দশ নম্বরে থাকার কথা প্রসিদ্ধ কৃষ্ণের। আগের চেয়ে অনেক ভাল বল করছেন। এগারো নম্বরে থাকতে পারেন হ্যারি গার্নি। ইডেনের পিচে গার্নিই আজ পার্থক্য গড়ে দিতে পারেন। এবার দেখার পালা আইপিএলে টিকে থাকার লড়াইয়ে নাইটের বিরুদ্ধে জয় পেতে পারে কিনা বিরাটের দল। নাকি কলকাতাই জয় ছিনিয়ে নেবে নিজের ঘরের মাঠে।