মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা ঠাকুর বিজেপি যোগ দিয়েছে বুধবার। আর তারপরই জল্পনা করা হচ্ছে তাঁকে প্রার্থী করা হবে ভোপাল লোকসভা কেন্দ্র থেকে। কংগ্রেস প্রার্থী দ্বিগবিজয় সিংয়ের বিরুদ্ধে তিনি লড়বে বলে মনে করা হচ্ছে। আর তাতেই তোপ দাগেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা।
সন্ত্রাসবাদী হামলায় নাম জড়ানো ব্যক্তিকে প্রার্থী করা নিয়ে বিজেপিকে আক্রমণ করতে শুরু করে বিরোধীরা। আর এখন তাই নিয়েই মঞ্চে অবতীর্ণ হলেন ন্যাশনাল কনফারেন্স পার্টির নেতা ওমর আব্দুল্লা। তিনি বলেছেন, ‘ভোপাল কেন্দ্র থেকে বিজেপি এমন একজনকে প্রার্থী করেছে সে সরাসরি সন্ত্রাসের সঙ্গে জড়িত। শুধু তাই নয়, এখন সে জামিন পেয়ে জেলের বাইরে রয়েছে।’
শুধু এইখানেই থেমে থাকেননি তিনি আরও একধাপ এগিয়ে তিনি বিজেপিকে আক্রমণ করেন। ওমর আবদুল্লা বলেছেন, ‘তার শারীরিক অবস্থা ভাল নয় সেই কারণে সে জেলের মধ্যে বন্দি থাকতে পারল না। সেই ব্যক্তি ভটে লড়াই করবে কী করে?’ প্রসঙ্গত, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এনআইএ-র বিশেষ আদালতে জামিনের আবেদন করেছিল সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। সেই আবেদন মঞ্জুর করেই তাকে জেল থেকে মুক্তি দেয় আদালত। আর সেটাই হাতিয়ার করেছেন এনসিপির নেতা। এইভাবেই বিজেপিকে একের পর এক আক্রমণ করেই চলেছেন ওমর আব্দুল্লা।