ভারতবর্ষ সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ। আর ভারতবাসী তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন শুধু ভোট দিয়ে। মানুষের ভোটই ঠিক করে দেয় কে রাজ্য বা দেশে সরকার গড়বে। সেই অধিকার প্রয়োগ করতে মানুষ তৎপর। কিন্তু নিজের এই অধিকার প্রয়োগ করতেই প্রাণ গেল দেশের এক নাগরিকের। এই নজিরবিহীন ঘটনাটি ঘটেছে উড়িষ্যার গঞ্জাম জেলায়।
বৃহস্পতিবার নিজের এলাকায় একটি বুথে ভোট দিতে যান ৯৫ বছর বয়সী ওই ব্যক্তি। কিন্তু এত লাইন ছিল যে ওই ব্যক্তিকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় লাইনে। আর সেখানে দাঁড়িয়ে থাকার সময়ই অসুস্থ হয়ে পড়েন তিনি। আর তার কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। যদিও স্থানীয় মানুষরা তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানকার চিকিৎসকরা জানিয়ে দেন, কিছুক্ষণ আগেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
এত বয়স্ক মানুষ তাঁর গণতান্ত্রিক অধিকার বজায় রাখতে এসেছিলেন কিন্ত এইরকম ব্যক্তিদের জন্য কোনো আলাদা ব্যবস্থা নেয় নি কমিশন। সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় রীতিমত কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন কমিশনরে ব্যবস্থাপনাকে। গণতন্ত্রের মৃত্যু শোনা যায় কিন্তু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে নিজের প্রাণ দিয়ে পরবর্তী প্রজন্মের কাছে এক উদাহরণ তৈরি করেলেন এই ব্যক্তি।