‘ভালো ভোট হচ্ছে। নির্বাচন এখনও পর্যন্ত শান্তিপূর্ণ’। বাংলার ৩ আসনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ প্রসঙ্গে এই মন্তব্য করলেন রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। এর আগে বাগডোগরা থেকে কলকাতা ফিরে বিমানবন্দরে দাঁড়িয়ে স্পেশাল পুলিস অবজার্ভার বিবেক দুবেও স্বাভাবিক ভোটের কথা বলেন। এবার তাঁর বক্তব্যকেই সমর্থন জানালেন বিশেষ পর্যবেক্ষক।
বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ প্রসঙ্গে অজয় নায়েক বলেন, ‘এখনও পর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। চোপড়ায় প্রথমে ভোট দিতে পারছিল না মানুষ। পরে পুলিস, অবজার্ভার গিয়ে ১৫০ জনকে বুঝিয়ে আনে।‘ তবে তাঁরা ভোট দিতে রাজি হননি বলে জানিয়েছেন তিনি।
বুধবারই রাজ্যে আসেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। প্রথম দফার পর কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল বিজেপি। তারপরই মঙ্গলবার বিশেষ পর্যবেক্ষক হিসেবে অজয় নায়েককে নিয়োগ করে কমিশন। কার্যত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের মাথায় বসানো হয়েছে বিশেষ পর্যবেক্ষককে। এবার বাংলার তাঁর ‘শান্তিপূর্ণ নির্বাচনের’ মন্তব্য কুৎসাকারীদের মুখে চুন কালি মাখাল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
