২০১৯ এর বিশ্বকাপে স্যান্ডবাই-এ রাখা হচ্ছে রায়ডুকে। চেন্নাইয়ের এই মিডল অর্ডার ব্যাটসম্যান অম্বাতি রায়ডু বিশ্বকাপগামী দলে জায়গা না পাওয়ার পর বলেছিলেন, তিনি একটি থ্রিডি চশমা কেনার জন্য অর্ডার দিয়েছেন। যেটা চোখে লাগিয়ে তিনি বিশ্বকাপ ক্রিকেটের খেলা দেখবেন। নির্বাচক সমিতির চেয়ারম্যান এমএসকে প্রসাদ মঙ্গলবার দল নির্বাচনের পর বলেছিলেন যে, বিজয় শঙ্করের ভূমিকা অনেকটা থ্রিডির মতো। ত্রিমাত্রিক। নাম উল্লেখ না করে রায়ডু যে চেয়ারম্যানের উদ্দেশে টিপ্পনী কেটেছিলেন, তা, সবাই বুঝেছেন। কিন্তু ভারতীয় বোর্ড এ ব্যাপারে প্রসাদ সমালোচিত হওয়া সত্ত্বেও রায়ডুকে কোনও শাস্তি দেওয়ার কথা ভাবছে না। রায়ডুকে রাখা হয়েছে বিশ্বকাপের স্ট্যান্ডবাই তালিকায়। ঘোষিত ১৫ জন ক্রিকেটারের মধ্যে যদি কেউ হঠাৎ আহত হয়ে পড়ে, তখন রায়ডুকে পাঠানো হবে। শুধু রায়ডু নন, স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে ঋষভ পন্থ এবং নভদীপ সাইনিকেও। রায়ডু, পন্থ এবং সাইনি বাদ পড়ার পর গোটা দেশজুড়ে যে সমালোচনার ঢেউ উঠেছিল, তা সামাল দেওয়ার জন্য, বোর্ড তাড়াতাড়ি এই ৩ ক্রিকেটারকে স্ট্যান্ডবাই তালিকায় রাখার সিদ্ধান্ত জানিয়ে দিল।
বোর্ডের একটি সূত্র এ ব্যাপারে বলেছেন, “আমরা দেখেছি, রায়ডুর ওই ট্যুইট। বিশ্বকাপ বলে কথা, তাই আবেগ থাকে অনেক বেশি। বাদ যাওয়ার পর হতাশা তৈরি হয় মনে। যেহেতু রায়ডু সরাসরি কিছু বলেনি, তাই ওর বিরুদ্ধে কোনও শাস্তি দেওয়ার কথা আমরা ভাবছি না। এই হতাশা কাটতে সময় লাগবে”। উল্লেখ্য, রায়ডুর ওই ট্যুইট ভাইরাল হয়ে গিয়েছিল। ওঁর বক্তব্যকে সমর্থন করেছেন ৭৬ হাজার ক্রিকেটপ্রেমী। এবং ওই ট্যুইটকে তুলে ধরে আরও ১২ হাজার তা ছড়িয়ে দিয়েছেন।