
জয় নিশ্চিত। এখন মার্জিন বাড়ানো নিয়েই তৎপর পিতা-পুত্র তথা দিব্যেন্দু ও শিশির অধিকারী। বুধবার তমলুক জেলাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিয়ে এমনটাই জানালেন দিব্যেন্দু ও শিশির।

পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভা কেন্দ্র একটি তমলুক আর একটি কাঁথি। তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী আর কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শিশির অধিকারী। মনোনয়ন জমা দিয়ে শিশিরবাবু বলেন, ‘জেলার দুটি লোকসভায় বিরোধীদের চোখেই পড়েনি। বাংলায় যা উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের নিরিখেই মানুষ দুহাত ভোরে আমাদের আর্শীবাদ করছেন আর ভোটবাক্সে তার জবাব দেবে।’

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী দিব্যেন্দু অধিকারী সমর্থনে কর্মী-সমর্থকেরা তমলুক রাজবাড়ি থেকে মিছিল বের করেন। তমলুকের বাদামতলা থেকে সেই মিছিলে যোগ দেন পরিবহন ও পরিবেশ মন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। পরে তমলুক হসপিটাল মোড় থেকে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর জনসভা উদ্দেশ্যে রওনা দেন মন্ত্রী শুভেন্দু।

আর মিছিল যায় জেলাশাসকের অফিসে। সেখানে জেলাশাসকের হাতে মনোনয়ন জমা দেন তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী দিব্যেন্দু অধিকারী। ছিলেন শিশির অধিকারীও। কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসাবে শিশিরবাবু মনোনয়ন জমা দেন। এদিন পিতা-পুত্রের মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে ব্যাপক কর্মী-সমর্থকের জমায়েত হয় তমলুক জেলাশাসকের দপ্তরের সামনে।