রাত পোহালেই সারা দেশ জুড়ে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। আর সেটা ঘিরেই চলছে চাপানউতোর লেগেই আছে। একের পর এক নেতাদের বাক্যযুদ্ধে ভোটের আবহাওয়া গরম হয়ে উঠেছে। এর মধ্যেই আবার তোপ দাগলেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু। উল্লেখ্য, পুলওয়ামাকাণ্ডের পর সিধুর মন্তব্য ঘিরে গোটা দেশে ব্যাপক তোলপাড় শুরু হয়। কংগ্রেসকে নিশানায় রেখে সমালোচনা শুরু করে বিজেপি। এরপর এদিন মোদী-আমিত শাহর গড়ে গিয়ে বিজেপিতে একহাত নেন সিধু।
গুজরাটের আহমেদপুরে এইদিন সভা করেন প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেস নেতা সিধু। সভা মঞ্চ থেকে তিনি বলেন, ‘আরে নরেন্দ্র মোদী তোমার রাষ্ট্রভক্তি এমনই যে পেট খালি আর তুমি যোগা করাচ্ছ? সবাইকে রামদেবই বানিয়ে দাও।পেট খালি রয়েছে তাতে যোগ করানো হচ্ছে , আর পকেট খালি থাকা অবস্থায় অ্যাকাউন্ট খোলার কথা বলা হচ্ছে।’
উল্লেখ্য এর আগেই তিনি মুসলিমদের আহ্বান দেন কংগ্রেসকে ভোট দেওয়ার। তারপর মোদীকে সরাসরি মিথ্যেবাদী বলেও তোপ দেগেছিলেন তিনি। এরপর তাঁর বক্তব্যের নিশানায় মোদীর যোগা। একের পর এক কটাক্ষ করেই চলেছেন এই কংগ্রেস নেতা।