রাতারাতি ঝাঁ চকচকে করে তোলা হয়েছে রাস্তাঘাট। সরিয়ে ফেলা হয়েছে রাস্তার ধারের আবর্জনা। আরে বাবা, প্রধানমন্ত্রীর কনভয় যাবে বলে কথা! তিনি কি আর সাধারণ গ্রামবাসী, যাঁরা খালি পায়ে হেঁটে দূর-দূরান্ত থেকে পানীয় জল নিয়ে আসে! বুধবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা ছিল মহারাষ্ট্রের আকলাজে। সেখান থেকে মাত্র ২০ কিলোমিটার এগোলেই বাচেরী গ্রাম। তার আশেপাশে রয়েছে আরও ৩৮টি গ্রাম। সবমিলিয়ে জনসংখ্যা প্রায় ৫০ হাজার। দিনের পর দিন এই গ্রামগুলির বাসিন্দারা তীব্র জলকষ্টে ভুগছেন। প্রশাসনকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি। এবার তাই ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন বাচেরী-সহ বাকি গ্রামের বাসিন্দারা।
সোলাপুরের মাধা লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বাচেরী গ্রাম। বাচেরী এবং তার পাশাপাশি ছড়িয়ে থাকা বাকি গ্রামগুলির পানীয় জলের ভরসা বলতে নীরা খালের জল। কিন্তু সেচ দফতর গত ১০ মার্চ খালের জল ছাড়ায় গ্রামবাসীরা তীব্র জলকষ্টে ভুগছেন। ভরসা এখন পানীয় জলের গাড়ি। কিন্তু সেই পানীয় জলের গাড়িও নিয়মিত আসে না। কখনও কখনও চার-পাঁচদিন অন্তর গাড়ি আসে। ফলে গ্রামের পুরুষদের চার থেকে পাঁচ কিলোমিটার সাইকেল চালিয়ে বা হেঁটে অন্যত্র থেকে পানীয় জল নিয়ে আসতে হয়। পানীয় জলের সঙ্কট এমনই তীব্র আকার ধারণ করেছে এখানে। যার ফলে ক্ষুব্ধ গ্রামবাসীরা নিজেদের মধ্যে আলোচনার পর অবশেষে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে, আর বিজেপিকে ভোট নয়। এবার ভোট বয়কট করবেন তাঁরা।