লোকসভা নির্বাচনে যেন নাটকের শেষ নেই। একের পর এক ঘটনায় সরগরম জাতীয় রাজনীতির মঞ্চ। তারই মাঝে ভোট বাতিল হয়ে গেল তামিলনাড়ুর ভেলোর লোকসভা কেন্দ্রের। রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ মঙ্গলবার এই কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করে দেন। টাকা দিয়ে প্রভাব খাটানোর অভিযোগে এই সিদ্ধান্ত নেন রাষ্ট্রপতি।
সোমবার রাতে গোটা ঘটনা জানিয়ে তারা নির্বাচন বাতিলের সুপারিশ করে চিঠিও দেয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে। সূত্রের খবর, রাষ্ট্রপতি ভবন থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরই ১৮ এপ্রিল ভেলোরে নির্বাচন বাতিলের ঘোষণা করে কমিশন।
ভেলোরের নির্বাচনী আধিকারিকের মাধ্যমে খবর পেয়ে সপ্তাহ দুয়েক আগেই কাথিরের কাটপাডি এলাকার বাসভবনে যান কমিশনের আয়কর দফতরের কর্মী-অফিসরারা। বাড়ির পাশাপাশি কাথিরের মালিকানাধীন একটি স্কুল এবং তাঁর এক ঘনিষ্ঠ অনুগামীর বাড়িতেও তল্লাশি চালান গোয়েন্দারা। পয়লা এপ্রিল এক গুদাম ঘর থেকে উদ্ধার হয় সাড়ে এগারো কোটি টাকা। আর এই গুদাম ঘরটি ছিল এক রাজনৈতিক দলের তত্ত্বাবধানে। তারপরই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। কমিশনের কাছে অভিযোগ যায় এই টাকা দ্বিতীয় দফা ভোটে অনৈতিক কাজে ব্যবহার হতে পারে। আর তারপরই তদন্তে নামে কমিশন।
তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করেই বৈঠক করে ভোট বাতিলের সিদ্ধান্ত নেন নির্বাচন কমিশন। আর সেই সিদ্ধান্তকে কার্যকর করতে চিঠিও দেয় রাষ্ট্রপতিকে। পরে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের সিদ্ধান্তকেই মান্যতা দেন।