[Total_Soft_Poll id=”5″]
লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিতর্কের ঝড় চলছেই। রাজনৈতিক মঞ্চে নেতা-নেত্রীদের মন্তব্যে একের পর এক বিতর্ক চলছেই। আর এই আগুনেই ঘি ঢাললেন ফতেপুরার বিজেপি বিধায়ক রমেশ কাটারা। তিনি দাবি করেন যে যাঁরা বিজেপিকে ভোট দেবেন না, তা ঠিক জানতে পেরে যাবে দল এবং তাঁদের ভবিষ্যতে চাকরি দেওয়া হবে না।
ভোট প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্যে জড়িয়ে পড়েন এই বিজেপি নেতা। তিনি বলেন, ‘ভুল হওয়ার কোনও জায়গাই নেই। এ বার পোলিং বুথের ভেতরে ক্যামেরা বসানো আছে। আমরা জানতে পারব, কারা কংগ্রেসকে ভোট দিচ্ছেন। যাঁরা ভোট দেবেন না বা কংগ্রেসকে ভোট দেবেন, তাঁদের শনাক্ত করা হবে এবং ভবিষ্যতে চাকরি দেওয়া হবে না।’
[Total_Soft_Poll id=”6″]
শুধু এই বলেই তিনি ক্ষান্ত থাকেন নি। আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, ‘আধার ও অন্যান্য কার্ডে এখন আপনাদের ছবি রয়েছে। আপনার বুথে কম ভোট পড়লে কারা ভোট দেননি তা জানা যাবে এবং তাঁদের কাজ দেওয়া হবে না।’
কিছুদিন আগেই অন্য এক বিজেপি নেত্রী মানেকা গান্ধীর বিরুদ্ধেও একই অভিযোগ ওঠে।প্রচারে গিয়ে মুসলিম সম্প্রদায়কে তিনি তাঁকে ভোট দিতে বলেছিলেন। তা না-করলে তিনি সাংসদ হওয়ার পর কারওকে সাহায্য করবেন না বলে উল্লেখ করেন তিনি।
[Total_Soft_Poll id=”7″]
এইভাবে একের পর এক বিজেপি নেতা-নেত্রীর হুমকি বিপাকে ফেলছে গেরুয়া শিবিরকে। মানেকা গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশন পদক্ষেপ নিয়েছেন। এখন এটাই দেখার এই বিজেপি নেতা কি শাস্তির মুখে পড়ে।