ভোট প্রচারে জল সরবরাহ দফতরের মন্ত্রীকে কাছে পেয়ে পানীয় জলের সমস্যার কথা জানিয়েছিলেন গুজরাটের কানেসারা গ্রামের এক মহিলা। শুনে মন্ত্রীর নিদান, আপনাদের আমায় ভোট দেওয়া উচিত ছিল। সোমবার কুনওয়ারজি বাভালিয়া রাজকোট লোকসভা আসনের বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে ওই গ্রামে যান। সেখানেই এইরকম মত পোষন করেন তিনি। উত্তেজিত মহিলারা জানান, গ্রামের অর্ধেক বাসিন্দাই পানীয় জলের নাগাল পান না। তাই তাঁকে জানানো হয়েছিল। কিন্তু উনি এমন উত্তর দেবেন কে জানত!
[Total_Soft_Poll id=”5″]
গ্রামের মহিলাদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “গোটা জল সম্পদ মন্ত্রক আমার হাতে। সরকারে আছি বলে দরকার পড়লে কোটি কোটি টাকা খরচ করে গ্রামে পানীয় জলের সরবরাহের ব্যবস্থা করতে পারি”। সেই সঙ্গে মন্ত্রী প্রশ্ন করেন, “গত বারের নির্বাচনে মাত্র ৫৫% ভোট পেয়েছিলাম। আপনারা সবাই কেন আমাকে ভোট দেননি?” এই ঘটনায় কংগ্রেস নেতা হার্দিক প্যাটেল জানিয়েছেন, “কেউ বিজেপিকে ভোট না দিলে কি নিত্যপ্রয়োজনীয় পরিষেবা থেকে বঞ্চিত হবেন? এ তো প্রতিহিংসামূলক রাজনীতি”।
[Total_Soft_Poll id=”6″]
গ্রামের মহিলাদের সঙ্গে তাঁর বাদানুবাদের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরে মন্ত্রির প্রতিক্রিয়া, স্থানীয় বিরোধী রাজনীতিকদের ইন্ধনে কিছু ‘অশিক্ষিত মহিলা’ প্রশ্ন করে বিব্রত করার চেষ্টা করেছিলেন। উল্লেখ্য, ২০১৮ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন কুনওয়ারজি বাভালিয়া। যশদান কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতে তিনি বিধানসভার সদস্য হন এবং মন্ত্রীত্ব লাভ করেন।
[Total_Soft_Poll id=”7″]
