রেলের টিকিটে মোদীর ছবি। নির্বাচন চলাকালীন আরও একবার এই টিকিট সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। কারণ এটি নির্বাচনী বিধি বিরুদ্ধ। আর সেই বিধি ভঙ্গের কারণেই বরখাস্ত করা হল ২ রেলকর্মীকে। মোদী-চিত্র-সহ টিকিট ইস্যু করার অভিযোগেই তাঁদের বরখাস্ত করেছে নির্বাচন কমিশন। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বারাবাঙ্কি রেল স্টেশনে।
গত ১৩ এপিল ঘটনাটি ঘটে। শিফ্ট পরিবর্তন হওয়ার পরই এই টিকিট ইস্যু হয় বলে জানান রেলের এডিএম। তবে অভিযুক্ত ২ রেলকর্মী তাঁদের ‘ভুল’ স্বীকার করে নিলেও সেটা গ্রাহ্য হয় নি। বরখাস্ত করে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের কথাও জানান আধিকারিক।
প্রসঙ্গত, মোদীর সচিত্র ছবি সুদ্ধ প্রধানমন্ত্রী আবাস যোজনার বিজ্ঞাপন দেখা যায় রেলের টিকিটে। নগরোন্নয়ন মন্ত্রকের তরফে ওই বিজ্ঞাপন দেওয়া হয়। কিন্তু ১০ মার্চ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণ বিধিও। সরকারি অর্থে বিজ্ঞাপন এবং সেখানে মন্ত্রীর ছবি, দলের প্রতীক ব্যবহার-সহ সরকারি প্রতিষ্ঠানে রাজনৈতিক কারণে অপব্যবহারে নিষেধাজ্ঞা জারি রয়েছে।
সম্প্রতি রেলের টিকিটে মোদীর ছবি সহ বিজ্ঞাপন সামনে আসতেই বিতর্কের ঝড় ওঠে দেশজুড়ে। কিছুদিন আগেই মোদীর ‘ম্যায় ভি চৌকিদার ‘ স্লোগান ছাপানো চায়ের কাপ সামনে এসেছিল। তারপর টিকিট। কিভাবে বারবার রেল একই ভুল করছে তাঁর উত্তর জানা নেই অনেকের কাছেই।