তীব্র গরম উপেক্ষা করেই জোরকদমে প্রচার চালাচ্ছেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী মানস ভুইঁয়া। কেশিয়াড়ির ঘৃতগ্রাম, কুসুমপুর, সাঁতরাপুরে প্রচার ও কর্মীসভা করেন তিনি। প্রচারে বেরিয়ে মানস জানালেন, “যারা দ্বন্দ্ব চায়, বিভেদ চায়, যারা ধমের্র নামে রাজনীতি করতে চায়, তাদের পাল্লায় পড়বেন না”।
মানসের কথায়, “মমতা লড়ছেন উন্নয়ন ও গণতন্ত্র বাঁচাও, জীবন–জীবিকা বাঁচাও, কর্মসংস্থান বাঁচাও–এসবের জন্য। আর বিজেপি বলছে তুমি হিন্দু না মুসলিম? তুমি রাম না রহিম? তুমি মন্দিরে যাও না মসজিদে? এখানেই তৃণমূলের সঙ্গে তফাত বিজেপি–র। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই সাধারণ মানুষের কথা ভাবেন। তাঁদের পাশে থাকেন। দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে মানস আরও বলেন, “ যেখানে বিজেপি ঢুকে পড়েছে তাদের বার করতে হবে, ওরা থাকলে মানুষকে শেষ করে ফেলবে। কেশিয়াড়ি থেকে দ্বিগুণ লিড দিয়ে তা প্রমাণ করে দিন। এই বিধানসভা তৃণমূল জিতলে এখানে উন্নয়নও দ্বিগুণ হবে”।
মানস আরও বলেন, “‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ থেকে সরে যাবেন না। যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ৫২টি প্রকল্প রাজ্যের মানুষের প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছেন। দেশের এই সঙ্কটে তাঁকে প্রধানমন্ত্রী দেখতে চাইলে মেদিনীপুর আসনটিও জিততে হবে”। মানসের সঙ্গে প্রচারে ছিলেন তৃণমূল নেতা বিকাশ ভুইঁয়া, নির্মল ঘোষ, জগদীশ দাস, ফটিক পাহাড়ী, ব্লক সভাপতি পবিত্র শিট।