২০১৩ সাল থেকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে গোল নেই লিওনেল মেসির। আজ, মঙ্গলবার রাতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের ম্যাচে যে গোল করতে মরিয়া মেসি, তা সাংবাদিক বৈঠকেই ফাঁস করলেন আর্নেস্তো ভালভার্দে। তিনি বলেছেন, ‘‘২০১৩ সাল থেকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে গোল করতে না পেরে ফুঁসছে মেসি”।
কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে গিয়ে ১-০ জিতে ফিরেছে বার্সেলোনা। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে নক-আউট পর্যায়ে এই ফলে এগিয়ে থেকে নয় বারের মধ্যে আট বারই পরের রাউন্ডে গিয়েছে তারা। ক্যাম্প ন্যু-তে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধেও চার বারের সাক্ষাতে কখনও হারেনি বার্সা (দু’টি জয়, দু’টি ড্র)। ভালভার্দে বলেছেন, ‘‘ম্যান ইউয়ের শক্তি-দুর্বলতা জানি। তবে ওরা অ্যাওয়ে ম্যাচে জুভেন্তাস ও পিএসজির মতো দলকে হারিয়েছে।’’
শুধু মেসি নয়, মরিয়া পল পোগবা, রোমেলু লুকাকু-রাও। এ বারের চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সাঁ জারমাঁ ও জুভেন্তাসের বিরুদ্ধে ঘরের মাঠে হেরেছিল ম্যান ইউ। দ্বিতীয় পর্বে নাটকীয় ভাবে ঘুরে দাঁড়ায় তারা। মঙ্গলবার ক্যাম্প ন্যু-তেও তার পুনরাবৃত্তি চান পোগবা-রা।