নির্বাচন প্রচারে এসে প্রার্থীরা একে অপরকে নিশানা করে চলেছে সবসময়। কিন্তু সাম্প্রতি বিজেপি নেতা সতপাল সিং সেই নিশানায় শালীনতার মাত্রা ছাড়ালেন। হিমাচল প্রদেশের বিজেপি সভাপতি রাহুলকে নিশানা করতে গিয়ে অশালীন মন্তব্য করে বসেন।
প্রসঙ্গত, মোদীর নিজেকে ‘চৌকিদার’ বলায় কটাক্ষ করেছিলেন রাহুল। তিনি বলেন, ‘চৌকিদার চোর হ্যায়’। আর রাহুলের এই মন্তব্যকেই নিশানা করে বলতে গিয়ে বিজেপি নেতা বলেন, ‘একজন পঞ্জাবি আমাকে একটা কথা মঞ্চে বলতে চেয়েছিলেন, তবে বলতে পারেননি। আমাকে ফেসবুক ম্যাসেঞ্জারে লিখে পাঠান। বলতে দ্বিধা নেই, তিনি লিখেছিলেন, দেশের চৌকিদার চোর হলে তুই মা**।’
জনসমক্ষে বিজেপি নেতার এই মন্তব্যকে খুব একটা ভালো চোখে দেখছেন না দেশের তামাম রাজনীতিবিদরা। তাদের মতে সবকিছুরই একটা মাত্রা থাকা উচিৎ। আক্রমণ করতে গিয়ে সেটা শালীনতার মাত্রা ছাড়াচ্ছে কিনা সেটাও দেখা উচিত বক্তার।