জাতীয় দলের অধিনায়ক থাকার সময়ে সৌরভের আগ্রাসী ছবিটা ক্রিকেটভক্তরা ভোলেনি এখনো। আইপিএলের সৌজন্যে সৌরভ গঙ্গোপাধ্যায় ধরা দিলেন পুরনো রূপে। ভারতীয় দলের ছবিটাই বদলে গিয়েছিল সৌরভের নেতৃত্বে। গোটা ক্রিকেট দলের শরীরী ভাষাতেই পাওয়া যেত আগ্রাসনের ছোঁয়া। রবিবারের দিল্লী ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচেও পুরনো সৌরভকে দেখা গেল আরও একবার।
দিল্লী ক্যাপিটালস প্রথমে ব্যাট করে তুলেছিল সাত উইকেটে ১৫৫। রান তাড়া করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদ থেমে যায় ১১৬ রানে। ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো ৭২ রানের পার্টনারশিপ করার পরে ফিরে যান বেয়ারস্টো। হায়দরাবাদ ইনিংসে ওয়ার্নার ও বেয়ারস্টো ছাড়া আর কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ওয়ার্নার ভয়ঙ্কর ব্যাটসম্যান। আইপিএলের শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন বাঁ হাতি অজি ওপেনার। দিল্লীর বিরুদ্ধেও ওয়ার্নার সহজাত ভঙ্গিতে খেলছিলেন। রাবাডার বলে শ্রেয়াস আইয়ার হায়দরাবাদের বাঁ হাতি ওপেনারের ক্যাচ ধরতেই ডাগ আউটে সৌরভের মধ্যে আবেগের বহিঃপ্রকাশ দেখা যায়। মুষ্টিবদ্ধ হাত শূন্যে ছুড়ে দেন দিল্লী ক্যাপিটালসের উপদেষ্টা। ক্রিকেট দেখতে বসে তিনি আগের মতোই খেলাটার ভিতরে ডুব দেন।