রামপুরহাট শহরের ব্যস্ততম পাঁচমাথার মোড়ের দিকে এগিয়ে চলেছে রামনবমীর শোভাযাত্রা। বেলা একটা নাগাদ পাঁচমাথা মোড়ে নামল একটা রথ। রথে বসে আছেন রাম-সীতা। আর সারথীর নাম রেজ্জাক শেখ। বাড়ি মুর্শিদাবাদের সমশেরগঞ্জ থানার বাবুপাড়ায়। রাম যিনি হয়েছেন তাঁর নাম তারিখ ইসলাম। পাশে যিনি রয়েছেন, মানে সীতা হয়েছেন অঞ্জলি দাস।
রামপুরহাটের ১৪ নম্বর ওয়ার্ডের রেলপাড় বজরংবলী পুজো কমিটির রামনবমীর এক অন্য বার্তা বয়ে আনল। ধর্মকে দূরে সরিয়ে, মানুষের উৎসব হিসেবে এই রাম নবমীকে উদযাপন করল। রেজ্জাক জানালেন বাপ-ঠাকুরদার ব্যবসা ধরে রেখে দু’টি ঘোড়াকে রেখেছেন। সেই দু’টি ঘোড়া বিয়েবাড়ির শোভাযাত্রা হোক বা ঠাকুরপুজোর শোভাযাত্রা, তাতে ঘোড়া যোগান দেওয়াই তাঁর পেশা। তাঁর কথায়, “উৎসবের আনন্দে জাত কি? সবাই যোগদান করতে পারে। তফাৎ তো মানুষের মনে”।
রামবেশে তারিক জানালেন, “আমি মডেল। অনেকদিন ধরেই রামের ভূমিকায় অভিনয় করার ইচ্ছে ছিল। এই প্রস্তাব পেয়ে খুশি”। আর সীতা হয়েছেন ক্লাস টুয়েলভের অঞ্জলি। তিনি বলছেন, “সম্প্রীতির এই পরিবেশটাই ভালো লাগছে”৷