প্রিয় তারকার জন্য উন্মাদনা সব ভক্তেরই থাকে। কেউ তাঁর পছন্দের তারকার ছবি ঘর জুড়ে আটকে রাখে, কেউ ফেসবুকে নিজের নামের সঙ্গে তারকার নাম জুড়ে দেয়। এবার জার্মান ফুটবলার মেসুট ওজিলের সঙ্গে দেখা হল তাঁর এমনই এক ভক্তের যে তাঁকে ছুঁয়ে দেখেই বুঝে ফেলে সে কে!
প্রিয় তারকাকে নিয়ে ভক্তরা কার্যত অন্ধই হয়। কিন্তু ওজিলের এই ভক্ত সত্যিই দৃষ্টিহীন । তার বয়স মাত্র ১০। আজন্ম চোখে দেখতে পায় না সে। কিন্তু ফুটবলের উন্মাদনায় সমান তালে তাল দিতে পারে। দেখতে না পেলেও, কেবল আওয়াজ শুনেই অনুভব করে প্রিয় খেলা। আর এই প্রিয় খেলাতেই তার প্রিয় তারকা জার্মান ফুটবলার মেসুট ওজিল। কিন্তু ভক্তের ভালবাসা যে কাকে বলে, তা-ই বুঝিয়ে গেল সেই খুদে ভক্ত। জন্ম দিল এক অপূর্ব আবেগঘন মুহূর্তের। তাকে ওজিলের সামনে নিয়ে আসা হয়েছিল। বলা হয়েছিল, সামনের মানুষটিকে স্পর্শ করে চেনার জন্য। খুদে ভক্ত প্রথমেই ওজিলের গালে, মাথায়, চুলে হাত বোলাতে শুরু করে। মুখে ফুটে ওঠে হালকা হাসি। আর কয়েক সেকেন্ড হাত বোলানোর পরেই সে চিনে ফেলল প্রিয় তারকাকে!
খুদের হাত বোলানো দেখে মনে হচ্ছিল, ওজিলের চেহারার গঠন যেন তাঁর কত দিনের চেনা! কয়েক বার স্পর্শ করেই তাই আর্সেনালের ফুটবল তারকাকে চিনে নিতে অসুবিধা হল না তাঁর। ছোট্ট ভক্তের এমন ভালবাসায় অবাক ওজিল নিজেও। এ ভাবে কেউ কাউকে স্পর্শ করেই চিনে ফেলতে পারে! ভালবাসায় আপ্লুত হয়ে গেলেন মেসুট ওজিল। ভালবাসা সত্যিই এমনই হয় তাই অচেনা মানুষও এক নিমেষে আপন হয়ে ওঠে।