‘হারের পর মোদীকে চা-পকোড়া বিক্রি করতে দেখা যেতে পারে৷’ এমনই মন্তব্য করে খবরের শিরোনামে চলে এসেছেন বদরুদ্দিন আজমল। তিনি হলেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের প্রধান। লোকসভা নির্বাচনে শাসক দল ও বিরোধী পক্ষের বাদানুবাদ লেগেই আছে। উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। আর তার মধ্যেই বদরুদ্দিন আজমলের এই মন্তব্য নতুন মাত্রা দিয়েছে।
বদরুদ্দিন আজমল অসমের ধুবরির সাংসদ৷ তিনি চিরঙে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে একের পর এক মন্তব্য করেন৷ তিনি বলেন, ‘মোদী বিরোধী যত সংগঠন রয়েছে, আমরাও তাতে রয়েছি৷ প্রধানমন্ত্রী মোদীকে নির্বাচনে আমরা হারাবোই৷’ নির্বাচনে হারের পর মোদীর ভূমিকাও তৈরি করে দিয়েছেন তিনি। তিনি বলেন যে নির্বাচনে হারের পর মোদীকে কোথাও না কোথাও চা-পকোড়ার দোকান চালাতে হবে৷
সবকিছুর উত্তরের জন্য অপেক্ষা করতে হবে ২৩ মে নির্বাচনের ফলাফলের উপর। লোকসভা নির্বাচন নিয়ে চর্চা তুঙ্গে। উত্তর-পূর্ব ভারতে বিজেপির অবস্থা যে খুব একটা ভালো নয় সেটা বারবার উঠে আসছে প্রতিদিনের নানা ঘটনার মধ্যে দিয়েই।