নির্বাচন কমিশনকে পরোক্ষভাবে ‘অপদার্থ’ বলে কটাক্ষ করেন চন্দ্রবাবু নাইডু। শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন যে সরকারিভাবেই জানা গিয়েছে ৪৫৮৩টি ইভিএম যান্ত্রিক ত্রুটির ফলে কাজ করেনি। অথচ, ডেপুটি নির্বাচন কমিশনের সাফাই অনুযায়ী অন্ধ্রে ইভিএম নিয়ে কোনও সমস্যা হয়নি। এই দ্বিধাচারিতাই লোকসভা নির্বাচনের আবহে অন্য মাত্রা নিয়েছে।
চন্দ্রবাবুর কথায়, ‘যেভাবে ভোট হয়েছে তা একটা বড় প্রহসন। দেশের বিপর্যয়।’ এরপরই তিনি আরও একধাপ এগিয়ে কমিশনকে তোপ করে বলেন, ‘আমি কোনও দিনও এধরনের অবাস্তব, সহানুভুতিহীন, অপদার্থ নির্বাচন কমিশন দেখিনি। আপনারা কি গণতন্ত্রকে নিয়ে মজা করছেন। নির্বাচন কমিশন এখন বিজেপির শাখা অফিসে পরিণত হয়ে গিয়েছে। একজন বয়স্ক রাজনৈতিক নেতা হিসেবে আমি এব্যাপারে কমিশনকে সতর্কও করেছিলাম। এধরনের ভুল যেন আর না হয়।’
শুধু এখানেই তিনি থেমে থাকেন নি। তিনি আরও জানান যে এব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করতে তিনি দিল্লী যাচ্ছেন। আর কমিশনারের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া না পেলে অবস্থান বিক্ষোভেরও হুমকি দিয়েছেন তিনি।