‘গদা দিয়ে কার মাথা ফাটাবেন, তলোয়ার দিয়ে কার গলা কাটবেন?’ রামনবমীর আগে শিলিগুড়ির জনসভা থেকে শনিবার এ ভাবেই বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রামনবমী উপলক্ষ্যে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তলোয়ার হাতে নিয়ে বলেছেন, ‘মানুষকে রক্ষার জন্য অস্ত্র হাতে নিয়েছি’। তারপরেই শিলিগুড়ির সভা মঞ্চ থেকে নাম না করে বিজেপি নিশানা করে মমতা বলেন, ‘রামনবমীর নাম করে অনেকেই তরোয়াল, গদা হাতে তুলে নিয়ে ভোট চাইছে। এই কালচার বাংলায় চলবে না। এঁদের বাইরে গেরুয়া ভেতরে কালো। এভাবে ভোটে জেতা যায় না। বিজেপি ধর্মের নামে রাজনীতি করছে। তৃণমূল ধর্ম নিয়ে রাজনীতি করে না।’ মমতার অভিযোগ, বিজেপি হিংসা ও সন্ত্রাস ছড়ানোর রাজনীতি করছে এ রাজ্যে। কিন্তু সেটা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। কিছু রাজনৈতিক দল রাজ্যে মিথ্যা ধর্মের আমদানি করছে বলেও অভিযোগ তোলেন মমতা। বলেন, ‘ধর্ম মানে যুদ্ধ নয়, মানবিকতা।‘ পাশাপাশি এটাও বলেন, ‘ধর্ম বেচে খেলে হবে না। আমরা ধর্ম বেচে রাজনীতি করি না’।
এই সভা থেকেই মোদীকে ক্ষমতাচ্যুত করার ডাক দেন মমতা। প্রথম দফার ভোটে ৯১টি আসনের মধ্যে ১০টিও বিজেপি পাবে না বলে তোপ দাগেন তিনি। যে দল যেখানে শক্তিশালী সেখানে তাদের ভোট করার আহ্বানও জানান মমতা। বলেন, ‘তৃণমূল যেখানে শক্তিশালী সেখানে কংগ্রেসকে কেন ভোট দেবেন?’ এনআরসি, নোটবন্দী নিয়েও নিয়েও মোদী-শাহ জুটিকে আক্রমণ করেন তৃণমূল নেত্রী।
