ফরাসি সরকার ভারতীয় ব্যবসায়ী অনিল অম্বানি-র সংস্থা রিলায়েন্স অ্যাটলান্টিক ফ্ল্যাগ ফ্রান্স-এর কর মুকুব করে দেয়। করের পরিমাণ প্রায় ১৪৩.৭ মিলিয়ন। আর এই কর মুকুবের ঘটনাটি ঘটেছে নরেন্দ্র মোদীর রাফায়েল চুক্তি ঘোষণার কয়েক মাসের মধ্যেই এমনই দাবি করা হয় ফরাসি সংবাদ সংস্থার একটি রিপোর্টে।
প্রসঙ্গত, ২০১৫ সালের এপ্রিলে নরেন্দ্র মোদী ঘোষণা করে রাফায়েন চুক্তির বিষয়টা৷ এই সময় প্রধানমন্ত্রী জানান,এই চুক্তির মাধ্যমে ফরাসী সংস্থার কাছ থেকে তাদের তৈরি ৩৬টি রাফায়েল জেট বিমান কেনা হবে। এরফলেই ফরাসী কর দফতরে রিলায়েন্সের কর বাবদ দায় গিয়ে দাঁড়ায় প্রায় ১৫১ মিলিয়ন ইউরো।
কিন্তু এই ঘোষণার কয়েকমাস পরেই ফ্রান্সের কর দপ্তর রিলায়েন্স-এর প্রায় ১৪৩.৭ মিলিয়ন ইউরো মুকুব করে দেয়। ফলে অনিল আম্বানিকে দিতে হয় মাত্র ৭.৩ মিলিয়ন ইউরো।
এই রিপোর্ট সামনে আসার পর থেকেই উঠেছে বিতর্কের ঝড়। এই চুক্তির সাথে আম্বানির সরাসরি যোগ আছে বলে যে জল্পনা ছিল তাতে এক নতুন পালক জুড়ল এই রিপোর্ট।