ভোটের মরশুমে ভোট প্রচারে বেরিয়ে প্রশ্ন করা যুবককে চড় মেরে তুলে ফেলার নির্দেশ দিয়ে এবার বিপাকে পড়লেন বিজেপি প্রার্থী বাবুল সু্প্রিয়। তাঁর ওই কীর্তির জন্য আবার রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। এর আগে বিজেপির থিম সংয়ের জন্য তাঁকে শো-কজ করেছিলেন। এবার ফের একবার বিতর্কের মুখে পড়লেন তিনি। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসককে এবিষয়ে নির্দেশ দিয়েছে কমিশন।
বৃহস্পতিবার অন্ডালের ধান্দাডিহি এলাকায় হুডখোলা গাড়িতে প্রচার করছিলেন বাবুল সুপ্রিয়। তৃণমূলের বিরুদ্ধে যখন সুর চড়াচ্ছিলেন বাবুল, তখনই রাস্তার ধার থেকে দুই যুবক বাবুলকে তাঁর কাজের ফিরিস্তি দিতে বলেন। আর এটা শুনেই মেজাজ হারান বাবুল সুপ্রিয়। মাইক্রোফোন মুখ রেখেই বলে ওঠেন, “তৃণমূল পার্টি করে এরা, ফেলে দাও এখান থেকে ওদের। দুটো চড় মেরে তুলে ফেলে দাও”।
বাবুলের নির্দেশ পাওয়ার পরই ওই দুই যুবককে বেধড়ক মারধর করে উপস্থিত বিজেপি কর্মীরা। এমনকী বাবুলও তাঁদের মারধর করে বলে অভিযোগ। আর তারপরই ক্রুদ্ধ কমিশন রিপোর্ট তলব করল। উল্লেখ্য, ভোট যত এগিয়ে আসছে, ততই মেজাজ হারাচ্ছেন বাবুল সুপ্রিয়। দিন কয়েক আগেই আসানসোলে বাড়ির সামনে চৌকিদার চোর হ্যায় পোস্টার জ্বালানোর পর আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় আরও নিন্দাজনক কাজ করলেন।