বিজেপির বেজায় খারাপ অবস্থা। এক দিকে দেশজুড়ে বইছে প্রবল ভাবে বইছে মোদী বিরোধী হাওয়া। তার ওপর বারবার প্রকাশ্যে আসছে গেরুয়া শিবিরের গোষ্ঠী কোন্দল। আর সঙ্গের সঙ্গী হয়েছে প্রার্থী পছন্দ না হওয়ার জন্যে দলের কর্মীদেরই বিক্ষোভ। এবার বারাবনিতে প্রচারের বেরিয়ে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় কালো পতাকা দেখলেন।
বাবুল গৌরাণ্ডি, পানুরিয়া, পুচরা এলাকা-সহ বিভিন্ন জায়গায় প্রচারে যান। প্রতিটি গ্রামেই একাধিক জায়গায় কালো পাতাকা লাগানো ছিল। গৌরাণ্ডিতে ‘চৌকিদার চোর হ্যায়’ লেখা পোস্টার দেখে ফের তিনি মেজাজ হারান। এর সঙ্গেই চলতে থাকে গো ব্যাক স্লোগান। মানুষ বুঝিয়ে দিচ্ছেন বাবুল তথা বিজেপির ওপর তিতিবিরক্ত সকলে।
উল্লেখ্য, ভোট যত এগিয়ে আসছে, ততই মেজাজ হারাচ্ছেন বাবুল সুপ্রিয়। বৃহস্পতিবার অন্ডালের ধান্দাডিহি এলাকায় হুডখোলা গাড়িতে প্রচার করছিলেন বাবুল সুপ্রিয়। তখনই রাস্তার ধার থেকে দুই যুবক বাবুলকে তাঁর কাজের ফিরিস্তি দিতে বলেন। আর এটা শুনেই মেজাজ হারান বাবুল সুপ্রিয়। মাইক্রোফোন মুখ রেখেই বলে ওঠেন, ‘তৃণমূল পার্টি করে এরা, ফেলে দাও এখান থেকে ওদের। দুটো চড় মেরে তুলে ফেলে দাও।’ অভিযোগ, বাবুলের নির্দেশ পাওয়ার পরই ওই দুই যুবককে বেধড়ক মারধর করে উপস্থিত বিজেপি কর্মীরা। এমনকী বাবুলও তাঁদের মারধর করেন বলে অভিযোগ। আর তারপরই ক্রুদ্ধ কমিশন রিপোর্ট তলব করল তাঁকে।
শুধু তাই নয়, শুক্রবার রাতে আসানসোলে মুনমুন সেনের প্রচার সেরে সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন বারাবনি পঞ্চায়েতের উপপ্রধান জিতেন্দ্র পাশোয়ান। পথে মাজিয়ারা গ্রামে তাদের মুখোমুখি হয়ে যান বিজেপি সমর্থকরা। অভিযোগ, তাদের সঙ্গে ছিলেন আসানসোলের প্রার্থী বাবুল সুপ্রিয়ও। বাবুলের সামনেই জিতেন্দ্রকে মারধোর করা হয়। আসলে ভোট যত এগিয়ে আসছে বাবুল ততই বুঝতে পারছেন হাওয়া এবারে বিপক্ষেই বইছে। তাই বারেবারে ক্ষমাহীন ভুল করছেন বাবুল।