১৩ এপ্রিল ১৯১৯। পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে নৃশংস হত্যালীলা চালিয়েছিল ইংরেজ অফিসার জেনারেল ডায়ার। তার নির্দেশে শ’য়ে শ’য়ে নিরাপরাধ মানুষের দিকে গুলি ছুড়েছিল ইংরেজ পুলিস আধিকারিকরা। প্রাণ হারিয়েছিলেন শতাধিক মানু্ষ। আর সেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের শতবর্ষ পূর্তিতে শ্রদ্ধা জানাল গোটা দেশ। টুইট করে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার সকালে করা ওই টুইটে মমতা লেখেন, ‘আজ জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের ১০০ তম বার্ষিকী। এই ভয়াবহ দিনে শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। পাশাপাশি এই হত্যাকাণ্ডের প্রতিবাদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নাইটহুড’ উপাধি ত্যাগের সিদ্ধান্তকেও সম্মান জানাচ্ছি’।
প্রসঙ্গত দুদিন আগেই এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য দুঃখপ্রকাশ করেছিল ব্রিটেন সরকার। ব্রিটেনের বিদেশ মন্ত্রী মার্ক ফিল্ড হাউস অফ কমন্সে এই অতীত ইতিহাসের লজ্জাজনক ঘটনার জন্য অনুশোচনা জানিয়েছিলেন। এরপর আজ জালিয়ানওয়ালাবাগের শহীদদের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভারতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার স্যর ডমিনিক অ্যাসকুইথ। তিনি জানিয়েছেন, ১০০ বছর আগে ঘটে যাওয়া ওই নৃশংস ঘটনা ভারত এবং ব্রিটেনের ইতিহাসে একটি লজ্জাজনক অধ্যায়। আমরা ওই ঘটনার জন্য খুবই দুঃখিত এবং মর্মাহত।