উত্তরপ্রদেশের সুলতানপুরের বিজেপি প্রার্থী মানেকা গান্ধী প্রচারসভা থেকে রাজ্যের সংখ্যালঘু মানুষদের হুমকি দেওয়ার জন্য বিপাকে পড়লেন। তাঁর মন্তব্যের ব্যাখ্যা চেয়ে শো–কজ নোটিশ পাঠালেন সুলতানপুরের জেলাশাসক। এর পাশাপাশি নির্বাচন কমিশনকেও একটি রিপোর্ট জমা দিয়েছেন তিনি। আগামী তিনদিনের মধ্যে সেই নোটিসের জবাব দিতে হবে মানেকা গান্ধীকে। এই প্রসঙ্গে অতিরিক্ত প্রধান নির্বাচনী আধিকারিক বি আর তিওয়ারি বলেন, “নির্বাচন কমিশন গোটা বিষয়টির দিকে তীক্ষ্ণ নজর রেখেছে। ইতিমধ্যে সুলতানপুরের জেলাশাসক মানেকা গান্ধীকে শো–কজ নোটিশও পাঠিয়েছেন। পাশাপাশি নির্বাচন কমিশনকে গোটা বিষয়টির রিপোর্টও জমা দিয়েছেন”।
সুলতানপুরে প্রচারে গিয়ে মানেকা গান্ধী যা বলেছেন তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে তিনি বলছেন, “আমাকে ভোট দিন। না হলে আপনাদের অনুরোধে আমার পক্ষে সাড়া দেওয়া সম্ভব নয়। আমি ইতিমধ্যেই নির্বাচনে জিতে বসে আছি। এবার আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ যে আমি জিতছি। আর আমি জিতছি মানুষের ভালবাসায় এবং সমর্থনে। কিন্তু এই জয় যদি মুসলিমদের ছাড়া হয় তাহলে আমার খারাপ লাগবে। তারপর মুসলিমরা যখন আমার কাছে কাজের জন্য আসবে তখন আমাকে বিষয়টি ভাবতে হবে। এগুলি সব চাওয়া–পাওয়ার বিষয়। তাই নয় কি? আমরা সবাই মহাত্মা গান্ধীর সন্তান নই, তাহলে আমরা? এটা নয় যে আমরা দিয়ে গেলাম আর তারপর নির্বাচনে পরাজিত হলাম। এই জয়টা হয় আপনাদের নিয়ে, না হয় আপনাদের ছাড়া হবে”।
এরপরই তাঁর মন্তব্যের ব্যাখ্যা চেয়ে তাঁকে শো-কজ নোটিশ পাঠান সুলতানপুরের জেলাশাসক। বিপাকে পড়ে শুক্রবার মানেকা গান্ধী দাবি করেন, তাঁর কথার ভুল মানে করা হয়েছে। বলেন, “আমি মুসলিমদের ভালবাসি। আমি নিজেই বিজেপির সংখ্যালঘু সেলের বৈঠক ডেকেছিলাম। আমি শুধু বলতে চেয়েছিলাম আমি নির্বাচনে জিততে চলেছি এবং তাতে তাঁদের অংশগ্রহণ অনেকটা ‘ডাল পে চৌঙ্কা’–র মতো”।