এখনও মেটেনি সুপার কাপ সংক্রান্ত জটিলতা। আজ ভাগ্য নির্ধারণ হবে মোহনবাগান-সহ বাকি ক্লাবজোট গুলির ভাগ্য। এর মধ্যেই আগামী মরশুমের জন্যে দল গোছাতে নেমে পড়ল দুই প্রধান দল। এবারের আই লিগে চমৎকার খেলা স্প্যানিশ ডিফেন্ডার বোরজা গোমেজকে আগামী দুই বছরের জন্য রেখে দিল ইস্ট বেঙ্গল।
শুক্রবার সামনে দু’মরশুমের জন্য নতুন করে ডিফেন্ডার বোরজা পেরেজ গোমেজের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল কোয়েস ইস্টবেঙ্গল। সদ্য শেষ হওয়া মরশুমে বোরজার পারফরমেন্স ও দলকে নেতৃত্ব দেওয়ার ভূমিকা কোচ-কর্তাদের পাশাপাশি সমর্থকদেরও মনে ধরেছে। বোরজার মতো স্প্যানিশ স্ট্রাইকার কোলাডোকে রেখে দেওয়ার চেষ্টা চালাচ্ছে ক্লাব। বাকি দুই বিদেশি কোস্টা রিকান বিশ্বকাপার স্টপার জনি অ্যাকস্টা বা মিডফিল্ডার টোনি ডোভালে আগামী মরশুমেও লাল–হলুদ জার্সি গায়ে চাপাবেন কিনা, তা নিয়ে ইস্টবেঙ্গল কর্তাদের তরফে কোনও সাড়া মেলেনি।
অন্যদিকে ইউটাকে ছেড়ে দিচ্ছে মোহন বাগান। তাঁর তিন মাসের পেমেন্ট বাকি। মোহন বাগান রফা করতে চাইছে। তবে ইউটা কোনও রফা করতে আগ্রহী নয়। ইউটা অবশ্য ফিরতি ডার্বির তিন ঘণ্টা আগে অজ্ঞাত কারণে নিজেকে সরিয়ে দলকে ডুবিয়েছিলেদন। শেষ দিকে পায়ে ক্রেপ ব্র্যান্ডেজ জড়িয়ে বসে থাকতেন। আবার সনি নর্ডিরও তিন মাসের পেমেন্ট বাকি। যে ফ্ল্যাটে তিনি থাকেন তার মালিকের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ৩০ এপ্রিল। শীর্ষ কর্তাদের সঙ্গে তেমন যোগাযোগ না থাকার জন্য সনি টেনশনে রয়েছেন। তবে ক্লাব সূত্রের খবর ৩০ এপ্রিলের মধ্যে সনির বকেয়া পেমেন্ট মিটিয়ে দেওয়া হবে। এদিকে কাটসুমিকে ফিরিয়ে আনতে মোহন বাগানের দুই কর্তা সক্রিয়। অর্থ সচিব জানান, ‘টিম করছেন সত্যজিৎ চ্যাটার্জি, কম্পটন দত্ত ও বিদেশ বসুর মতো প্রাক্তনরা। সঙ্গে কোম্পানির শীর্ষ কর্তারা থাকছেন।’