বৃথাই পণ্ডশ্রম। চেঁচামেচি করেও বিশেষ লাভ হল না মুকুল রায়দের। ফের খারিজ হয়ে গেল বিজেপির যাবতীয় অভিযোগ। বাংলায় রাজ্য পুলিশের সহযোগিতায় হওয়া প্রথম দফার লোকসভা ভোট নিয়ে যে তারা সন্তুষ্ট, তা স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন এবং পর্যবেক্ষক। তবে প্রযুক্তিগত কারণে কোচবিহারের শীতলকুচির একটি বুথে পুনরায় ভোট নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিভিউর পরে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
প্রসঙ্গত, অবাধে ছাপ্পা ও রিগিঙের অভিযোগ তুলে সাড়ে তিনশো বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল বিজেপি। এ নিয়ে শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের মেঝেয় ধর্নায় বসেন মুকুল রায়-সহ বিজেপি নেতারা। কিন্তু দিনের শেষে পদ্ম শিবিরের তোলা সমস্ত ভুয়ো অভিযোগকে উড়িয়ে দিয়ে যদিও দেয় কমিশন। প্রথম দফায় রাজ্যের দু’টি কেন্দ্রের ভোট নিয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবং নির্বাচনী পর্যবেক্ষক।
তবে কমিশন সূত্রে জানা গেছে, শুধুমাত্র শীতলকুচির ১৮১ নম্বর নম্বর বুথে ফের ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ ওই বুথে মক পোলের ভোটগুলিও রয়ে গিয়েছিল। যে কারণে সেখানে পুনর্নির্বাচনের সুপারিশ করেছিলেন রিটার্নিং অফিসার। রিভিউয়ের পরে প্রাথমিকভাবে ওই বুথে ফের ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। দ্রুতই তাদের তরফ থেকে ওই বুথে পুনর্নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।