১১ এপ্রিল রাজ্যের কোচবিহার কেন্দ্রে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ হয়ে গেল। আর তারপরই সেখানে শুরু একের পর নাটক। বিকেলেই কোচবিহার কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবিতে জেলাশাসকের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক। আর সেখানেই তিনি পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। আর তাতেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে কোতোয়ালি থানায়।
প্রসঙ্গত, বিক্ষোভের সময় কোতোয়ালি থানার অফিসারের সঙ্গে নিশীথের নিরাপত্তারক্ষীরা ধাক্কাধাক্কি করেন। আর এই অভিযোগেই মামলা দায়ের করেন পুলিশ। নিশীথ-সহ তাঁর দুই নিরাপত্তা কর্মীর বিরুদ্ধেও অভিযোগ করা হয়।
শুধু পুলিশ নন নিশীথের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানান তৃণমূল। ভোটদানের পরও রাজনৈতিক নাটকে সরগরম কোচবিহার।