পাহাড় ও সমতলের সঙ্গে সেতুবন্ধন করতে পারে একমাত্র তৃণমূলই। কার্শিয়াংয়ের নির্বাচনী প্রচারে এসে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘গোর্খাদের আমি সম্মান করি। আমি পাহাড়ের উন্নতি চাই। পাহাড়ের সঙ্গে সমতলের মেলবন্ধন ঘটানোই আমার লক্ষ্য’।
শুক্রবার দার্জিলিং কেন্দ্রের প্রার্থী অমর সিং রাইয়ের হয়ে কার্শিয়াংয়ে প্রচার সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘পাহাড়-সমতলের মেলবন্ধনের লক্ষ্যেই আমি পাহাড়ের ভূমিপুত্র অমর সিং রাইকে প্রার্থী করেছি। পাহাড়ের প্রার্থী আর সমতলের প্রতীক, আমাদের মেলবন্ধনের সূত্রপাত এখান থেকেই শুরু হয়েছে। তা চলবে আরও দীর্ঘদিন। এখান থেকে এবার আমরাই জিতব, পাহাড়কে নিয়ে একসঙ্গে উন্নয়নের কাজ করব’।
মোদী ও বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, ‘একটা পার্টি দিল্লিতে বড়বড় কথা বলে, আর পাহাড়ে এসে বিভাজন করে। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতে চলে যায়। তারপর পাঁচ বছর আর পাহাড়ে তাদের দেখা মেলে না। পাহাড়ের উন্নতির কথা ভাবে না। এবার তাই ভূমিপুত্রকে জেতান। পাহাড়ের আরও উন্নতি করার সুযোগ দিন আমাদের’। এভাবেই পাহাড়বাসীর কাছে ভোটের আবেদন জানান মমতা। তিনি বলেন, ‘পাহাড়ে আগুন জ্বালানো ছাড়া বিজেপি গত পাঁচ বছরে কিছু করেননি পাহাড়ের জন্য। পাঁচ বছর আগে চিঠি লিখেছিলাম কেন্দ্রীয় সরকারকে। কিন্তু কোনও উত্তর পাইনি। শুধু বিভাজন করেছে। আগুন জ্বালিয়েছে পাহাড়ে। যাঁদের সমর্থন নিয়ে বিজেপি পাহাড়ে বিভাজন ঘটিয়েছেন সেই বিমল গুরুং-রোশন গিরিরা টাকা কামিয়ে পালিয়ে গিয়েছেন। পালিয়ে গিয়েছেন দিল্লির লোকও’।
মোদী সরকারের বিরুদ্ধে সেনা নিয়ে রাজনীতি করারও অভিযোগ তুলে মমতা বলেন, ‘আমরা কখনও সেনা নিয়ে রাজনীতি করি না। সেনা নিয়ে রাজনীতি করে ভোটে জিততে চাইছে বিজেপি। সেনার স্থান সকলের উপরে। তাঁদের নিয়ে রাজনীতি করছে বিজেপি। আর কোনও ইস্যু নেই, উন্নয়নের কথা বলতে পারছেন না মোদীবাবুরা। তাই সেনাকে নিয়ে রাজনীতি করে ভোট বৈতরণী পার করতে চাইছে। এবার তাই ওদের জবাব দেওয়ার সময় এসেছে’।
