কথা দিয়ে কথা না রাখতে খুব ভালো পারে মোদী-শিবির। গত লোকসভা নির্বাচনে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন মোদী, তার কিছুই রাখেননি। এই সমস্ত ভুয়ো প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল রামমন্দির। তাঁরা বলেছিলেন ক্ষমতায় এলে রামমন্দির বানাবেন, বলাবাহুল্য তা হয়নি।এবারেও সেই একই কথা বলছেন তাঁরা, এমনকি ইস্তেহারেও আছে সেই কথা। তবে কাজের বেলায় কেন্দ্রীয় মন্ত্রীর গলাতেই রামমন্দির নিয়ে শোনা গেল উল্টো সুর। কেন্দ্রীয় মন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির গাজিয়াবাদের প্রার্থী ভি কে সিং জানালেন, ভগবান যখন চাইবেন তখনই অযোধ্যায় রামমন্দিরের নির্মাণ হবে৷
সপ্তদশ লোকসভা নির্বাচন শুরুর ঠিক তিনদিন আগে বিজেপি তার ইস্তেহার প্রকাশ করে, যেখানে রামমন্দির নির্মাণের বিষয়টিও তুলে ধরা হয়৷ রামমন্দির নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয় এই ইস্তেহারে। এমনকি প্রচারেও রামমন্দিরকেই তুলে আনছে মোদী শিবির। আর তারপরেই বৃহস্পতিবার নিজের ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, ভগবান যখন চাইবেন তখনই অযোধ্যায় রামমন্দিরের নির্মাণ হবে৷ তিনি আরও জানালেন, মোদীকে দেখেই মানুষ ভোট দেবে।
কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের পরে সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, তাহলে আবার শুধুমাত্র ভোটব্যাঙ্ক বাড়ানোর জন্যেই রামমন্দিরের জিগির তুলছে বিজেপি? পাঁচ বছর আগেও এই কথাই বলেছিল গেরুয়া শিবির, ক্ষমতায় এলেই বানানো হবে রামমন্দির। পাঁচ বছর কেটে গিয়ে আবার নির্বাচন এসে গেল, এখনও একটা ইটও বসানো হয়নি। তারপরেও আবার কি করে রামমন্দিরের প্রতিশ্রুতি দেয় ওরা?
প্রসঙ্গত উল্লেখ্য, শুধু রামমন্দির নয় আরও যেসমস্ত কথা দিয়েছিলেন মোদী তার তো কিছুই হয়নি। মোদীর আমলেই খারাপ হয়েছে কৃষকদের হাল, বেড়েছে বেকারত্ব, জ্বালানির দাম সবকিছুই। এসব কোনও দিকেই ধ্যান দেননি মোদী। ব্যস্ত ছিলেন বিদেশযাত্রায়। এখন ভোটের আবহে হাল বেগতিক দেখে তড়িঘড়ি ইস্তেহারে ফের রামমন্দির প্রসঙ্গ টেনে আনলেন। কিন্তু এসব যে শুধুই কথার কথা বা আরও স্পষ্ট করে বললে মিথ্যা কথা, তা প্রমাণ করে দিলেন স্বয়ং বিজেপিরই মন্ত্রী।