সদ্য প্রয়ান ঘটেছে গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের। আর সেটাই নির্বাচনের আগে গোয়ার বিজেপি শিবিরে চিন্তার ভাঁজ ফেলেছে। পারিকর যেভাবে গোয়ার মানুষের মনে বেঁধে ছিল তাঁর মৃত্যুর পর সেখানে বিজেপি যে খুব একটা সুবিধা করে উঠতে পারবে না সেটাই ঘুরছে গোয়ার আনাচে কানাচে।
প্রসঙ্গত গোয়ার দুই কেন্দ্রে নির্বাচন ২৩ এপ্রিল। আসন্ন এই নির্বাচনে খুব একটা ভাল জায়গায় নেই বিজেপি সেটাই উঠে আসছে স্থানীয় বাসিন্দাদের কথায়। এমনই একজনের কথা থেকে জানা যায় যে এখানকার স্থানীয় বিজেপি নেতারা এখনও পারিকরের ছায়া থেকে বেরতে পারেননি। আর সেটাই কাল হতে পারে গেরুয়া শিবিরের। বিজেপি যেন এখনও পারিকরের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ।
এমনিতেই নির্বাচন নিয়ে খুব একটা প্রচার নেই গোয়াতে। রাস্তায় মিলছে না কোন দলীয় ব্যানার-ফেস্টুন। প্রধানমন্ত্রীর সভাও লোক টানতে পারে নি গেরুয়া শিবির। আর সেটাই অস্বস্তিতে ফেলেছে তাদের। পারিকরহীন বিজেপি গোয়াতে যে অসহায় হয়ে পড়েছে তা স্পষ্ট। নিজেদের দুর্গ রক্ষা করার আপ্রাণ চেষ্টা চালালেও সেটা কতটা কার্যকর হবে তা আশ্বাস পারছে না বিজেপি শিবির।