লোকসভার প্রথম দফা ভোটের মুখেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ কংগ্রেসের। রাহুলের প্রাণহানিরও আশঙ্কা করা হচ্ছে। এই অভিযোগ উল্লেখ করে কংগ্রেসের পক্ষ থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়।
প্রসঙ্গত, বুধবার আমেঠিতে মনোনয়ন পত্র জমা দিতে যান রাহুল গান্ধী। তারপর সাংবাদিকদের সাথে কথা বলার সময়ই তাঁর দিকে লেজার তাকে করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। কংগ্রেসের পক্ষ থেকে রণদীপ সূরযেওয়ালা, জয়রাম রমেশ ও আহমেদ পটেল চিঠি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকে। চিঠিতে বলা হয় যে ভিডিও খতিয়ে দেখে বোঝা যাচ্ছে স্নাইপার গানের মত কোনও অস্ত্র থেকে বেরিয়ে আসছিল ওই লেজার রশ্মি। প্রসঙ্গত কংগ্রেসের পক্ষ থেকে মোবাইলে ভিডিও করা হয়। সেই ভিডিওতেই দেখা যায় রাহুলের মুখে সবুজ লেজার পড়ে।
এইসব বিষয় উল্লেখ করা আছে চিঠিতে। আর তার নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিও করা হয়। তবে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়। তারা জানান মোবাইল ক্যামেরার আলোই রাহুলের মুখে পড়েছে।