লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট শুরু হল আজ থেকে। আর প্রথম দফা থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। ইভিএম নষ্ট তথা ইভিএম ভাঙচুরের ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছে অন্ধ্রপ্রদেশ থেকে। সারাদেশে সুষ্ঠ নির্বাচনের যে ডাক দিয়েছিল নির্বাচন কমিশন সেটাই প্রথম দফায় বড় ধাক্কা খেল।
অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় ইভিএম খারাপ হয়ে গেছে। খোদ নির্বাচন কমিশন সে কথা স্বীকার করে নিয়েছে। তাঁরা জানিয়েছেন যে ৩৬২ টি ইভিএম খারাপ হয়ে গেছে। তাতে ভোটপর্ব পরিচালনায় ব্যাঘাত ঘটেছে সে কথাও স্বীকার করেছেন নির্বাচন কমিশন।
অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু কমিশনকে চিঠি দিয়ে রাজ্যে ফের ভোটগ্রহণের দাবি জানিয়েছেন। তাঁর দাবি বিভিন্ন এলাকায় কেবলমাত্র ইভিএম খারাপের ঘটনাতেই ভোটপ্রক্রিয়া ব্যাহত হচ্ছে। তাই আবার ভোটগ্রহণের কথা জানিয়েছেন।
কমিশনের তরফে জানানো হয়েছে, যে সমস্ত জায়গায় দেরিতে ভোট শুরু হয়েছে সেখানে আবার ভোটগ্রহণ হবেনা। তবে ভোটগ্রহণ সেখানে চলবে রাত ৯ টা পর্যন্ত। দরকার হলে তা রাত ১০ পর্যন্ত চলতে পারে। তবে নির্বাচন কমিশন এও জানিয়েছেন যেসব স্থানে ইভিএম নষ্ট হয়ে যাওয়ার কথা এসেছে সেখানে আবার ভোটগ্রহণ করা হবে কিনা সেটাও ভেবে দেখছে।
প্রসঙ্গত আজ সারা দেশে ২০ টি রাজ্যে প্রথম দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে ১৯ মে পর্যন্ত।