‘আগে যিনি সবসময় মিত্র মিত্র করতেন এখন তিনি মিত্রহীন। পাশে কেউ নেই। ভোটের পর তাঁর কপালে চপ্পল ছাড়া আর কিছু জুটবে না’। বৃহস্পতিবার দার্জিলিংয়ের সভা মঞ্চ থেকে এভাবেই নরেন্দ্র মোদীকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ বৃহস্পতিবার দার্জিলিংয়ের চকবাজারে অমর সিং রাইয়ের সমর্থনে একটি জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ের উন্নতিতে তৃণমূল ছাড়া আর কেউই যে বিকল্প হতে পারে না, জনসভা থেকে আরও একবার সেকথা স্পষ্ট করেন তিনি। আজই কালিম্পংয়ে জনসভা করেছেন অমিত শাহ। ঠিক তার পরপরই দার্জিলিংয়ের সভামঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, ‘পাহাড়ে উন্নয়ন চাইলে বিজেপিকে একটাও ভোট নয়। এতদিন তো ওদের নির্বাচিত করেছেন, কী দিয়েছে আপনাদের?’ সেই সঙ্গে মমতা মনে করিয়ে দেন, ‘আমি কিন্তু প্রতি তিন মাসে দার্জিলিং আসি। শুধু ভোটের জন্য যারা আসেন, তারা এখন আসছেন’। বিজেপির নাম করে মমতা সরাসরি বলেন, ‘ওরা চায়না পাহাড়ে উন্নয়ন হোক। বিজেপি দার্জিলিংয়ের বিষয়ে ভাবে না। আমি পাহাড়কে ভালবাসি। তাই আসি’। গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘অতাচার করে আর টাকা ছড়িয়ে বিজেপি জিততে চাইছে। কিন্তু এসবে আর লাভ হবে না কোনও’।
গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বকেও যেমন আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তেমনই আবার এদিন তিনি দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু সিং বিস্তকেও খোঁচা দেন৷ তৃণমূলনেত্রী বলেন, ‘মণিপুর থেকে নিয়ে এসে প্রার্থী করা হয়েছে রাজু সিং বিস্তকে৷ ভোটের পর তিনি আবারও মণিপুর চলে যাবেন৷’ নিজেদের উন্নয়নের স্বার্থে একমাত্র তৃণমূলের মনোনীত প্রার্থী অমর সিং রাইকে ভোট দেওয়া উচিত, তা এদিন আরও একবার পাহাড়বাসীকে মনে করিয়ে দেন দলনেত্রী৷ প্রথম দফার নির্বাচনের দিন জনসভায় গেরুয়া শিবিরকে আক্রমণের পাশাপাশি উন্নয়নের খতিয়ানও তুলে ধরেছেন তৃণমূল নেত্রী৷ পাহাড়ের উন্নয়নকে কোনওভাবেই থমকে দিতে রাজি নন রাজ্য সরকার, তাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
