আজ বাংলায় প্রথম দফার ভোট। আলিপুরদুয়ার ও কোচবিহারে আজ ভোট গ্রহণপর্ব চলছে। এরমধ্যেই রায়গঞ্জের বন্দর এলাকায় তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল রাতে ওই কার্যালয়ে ভাঙচুর হয়েছে বলে অভিযোগ। কার্যালয়ে হামলা চালানোর আগে এক তৃণমূল কর্মীর বাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে জানা গেছে। বিজেপি-র মদতে ছিঁড়ে ফেলা হয়েছে তৃণমূলের ফ্লেক্স। দুষ্কৃতীদের মধ্যে একজনকে চেনা গেছে বলে দাবি তৃণমূলের। এ ঘটনায় রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে।
এবিষয়ে তৃণমূল প্রার্থী গোপাল সরকার জানান, “কাল রাতে আমরা বাড়ি চলে যাওয়ার পর খবর পাই আমাদের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর হয়েছে। আমাদের এক সহকর্মীর বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। আমরা ঘটনাটি আমাদের শীর্ষ নেতৃত্ব ও পুলিশকে জানিয়েছি।” রায়গঞ্জ থানায় দলের তরফে দেওয়া অভিযোগে বলা হয়েছে, গতকাল রাত 11টা নাগাদ এক বিজেপি আশ্রিত দুষ্কৃতী তাঁদের এক কর্মকর্তার বাড়িতে ভাঙচুর চালায়। পরে স্থানীয় একটি নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালায়। ভেঙে ফেলা হয় চেয়ার। সেখানে থাকা একটি টোটোর উপরও হামলা চালানো হয়।