বুধবার একইদিনে জোড়া ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির। গতকাল সকালেই সুপ্রিম কোর্ট রাফাল নিয়ে তাদের আগের রায় পুনর্বিবেচনা করতে রাজি হয়। আদালত সাফ জানিয়ে দেয় যে, ফাঁস হয়ে যাওয়া নথিকেই প্রামাণ্য হিসেবে গ্রহণ করবে তারা। আর তারপর ঠিক দুপুরেই, নির্বাচনী বিধির জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদী’র রিলিজ আটকে দেয় নির্বাচন কমিশন। এবার বন্ধ হওয়ার পথে বিজেপির ২৪ ঘণ্টার চ্যানেল নমো টিভি। কমিশনের মোদী বায়োপিক সংক্রান্ত নির্দেশিকা নরেন্দ্র মোদী এবং বিজেপির প্রচারের উদ্দেশ্যে লঞ্চ হওয়া এই চ্যানেলের ওপর প্রযোজ্য বলেও কমিশন সূত্রে জানা গেছে।
বুধবার এক নির্দেশিকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদী’-র মুক্তি আটকে দিয়েছে নির্বাচন কমিশন। লোকসভা ভোট শেষ না হওয়া পর্যন্ত এই ছবি মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ‘নির্বাচন চলাকালীন লেভেল প্লেয়িং ফিল্ডে ক্ষতি করতে পারে এমন কিছু বৈদ্যুতিন মাধ্যমে দেখানো যাবে না’ বলে কমিশন গতকাল তাদের নির্দেশিকায় জানিয়েছে। এই নির্দেশিকা নমো টিভির ক্ষেত্রেও প্রযোজ্য বলে কমিশনের আধিকারিকরা জানিয়েছেন। আজ থেকে গোটা দেশেই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। কিন্তু ভোট শুরুর একদিন আগে কমিশনের নির্দেশিকা বিজেপিকে যে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছে, তা বলাই বাহুল্য।