চোট সারিয়ে ফিরে এসে জুভেন্তাস শিবিরের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিলেন রোনাল্ডো। গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ইটালির জুভেন্তাস বনাম নেদারল্যান্ডসের আয়াখ্স আমস্টারডাম। তবে দলকে জেতাতে না পারলেও স্বস্তির ড্র দিলেন সিআরসেভেন।
ইয়োহান ক্রুইফ অ্যারেনায় বুধবার রাতের ম্যাচটি ১-১ ফলাফলে শেষ হল। আগামী ১৬ এপ্রিল জুভেন্তাসের মাঠে মুখোমুখি হবে দুই দল। ঘরের মাঠে গোলশূন্য ড্র করলেও অ্যাওয়ে গোলের সুবাদে সেমি-ফাইনালে উঠবে আল্লেগ্রির দল।
চোট কাটিয়ে ফিরেই আলো ছড়ালেন রোনাল্ডো। প্রথমার্ধের শেষ দিকে হেডে দলকে নিলেন এগিয়ে। দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো জুভেন্তাস। কিন্তু ফেডেরিকোর শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে যায়। ৩৮তম মিনিটে আলেক্স সান্দ্রোর বাড়ানো বল রোনাল্ডো ব্যাক হিল করার পর বের্নারদেস্কির শট পোস্টের বাইরে দিয়ে গেলে হতাশা বাড়ে সিআরসেভেনদের। অবশেষে ৪৫তম মিনিটে গোলের অপেক্ষার অবসান হয় সর্বশেষ ১৯৯৫-৯৬ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতা জুভেন্তাসের। ডান দিক থেকে জোয়াও কানসেলোর বাড়ানো ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন চোটের কারণে গত পাঁচ ম্যাচ খেলতে না পারা সিআরসেভেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে ১৯৯৪-৯৫ মৌসুমে নিজেদের চতুর্থ এবং সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জেতা আয়াখস। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দাভিদ নেরেস একাধিক ডিফেন্ডারের ফাঁক দিয়ে দারুণ শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন। ৫৩তম মিনিটে রড্রিগো বেন্তাকুরকে ডি-বক্সের মধ্যে নিকোলাস তাগলিয়াফিকো ফাউল করলে পেনাল্টির জোরালো আবেদন করে জুভেন্তাস। কিন্তু রেফারির সাড়া মেলেনি।