ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার রাতে শেষ আটের লড়াইতে মুখোমুখি হয়েছিল দুই যুযুধান প্রতিপক্ষ। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং বার্সেলোনা। তবে ম্যান ইউয়ের দাপট চূর্ণ করে জয়ী হল বার্সেলোনা।
সতীর্থের উঁচু করে বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে চিপ শটে ডান দিকে সুয়ারেসকে বাড়ান মেসি। আর উরুগুয়ে স্ট্রাইকারের হেডে বল ডিফেন্ডার লুক শ’র গায়ে লেগে গোললাইন পেরিয়ে যায়। অফসাইডের পতাকা তুলেছিলেন লাইন্সম্যান, তবে ভিএআরের সাহায্যে গোলের বাঁশি বাজান রেফারি।৩১তম মিনিটে ডিফেন্ডার ক্রিস স্মলিংয়ের ট্যাকলে নাকে আঘাত পান মেসি। রক্ত পড়তে দেখা যায় বার্সেলোনা অধিনায়কের নাক থেকে। তবে সমর্থকদের দুশ্চিন্তা দূর করে সাইডলাইনে কিছুক্ষণ চিকিৎসা নিয়ে মাঠে ফেরেন তিনি।
ঘরের মাঠে শুরুতে রক্ষণাত্মক ফুটবল খেললেও বেশিক্ষণ নিজেদের জাল অক্ষত রাখতে রাখতে পারেনি ইউনাইটেড। দ্বাদশ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে তারা। গোল খাওয়ার পর নিজেদের ঘর সামলে প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল খেলায় মনোযোগ দেয় স্বাগতিকরা। তবে সুবিধা করতে পারেনি তারা। উল্টো ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পান ফিলিপে। তবে ডি-বক্সে অরক্ষিত ব্রাজিলিয়ান মিডফিল্ডারের নেওয়া শট পা দিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক দাভিদ দে হেয়া।
শেষ দিকে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে ম্যান ইউ। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। পুরো ম্যাচে লক্ষ্যে একটিও শট রাখতে পারেনি তাঁরা। আগামী মঙ্গলবার বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যু-তে হবে ফিরতি পর্ব। সেখানে ড্র করলেই শেষ চারের টিকিট পাবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।