আজ থেকে শুরু হল সপ্তদশ লোকসভা নির্বাচন৷ সাতদফা ভোটের প্রথম দফায় আজ ভোটগ্রহণ চলছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে৷ এবারই প্রথম এত দফায় ভোট হচ্ছে৷
আজ সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। আর তার মধ্যেই শোনা গেল ইভিএম কারচুপির কথা। ইভিএম গোলমালের খবর আসছে কোচবিহার কেন্দ্র থেকে। একাধিক ইভিএম কাজ করছেন না, এমনকি ভোট দিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।
প্রথম দফার ভোট শুরুর এক ঘণ্টার মধ্যেই ইভিএম গোলমালের খবর আসছে কোচবিহার কেন্দ্র থেকে। একাধিক ইভিএম খারাপ হয়ে গিয়েছে বলে অভিযোগ। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালেই ইভিএম কারচুপির অভিযোগ আনলেন কোচবিহারের তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
রবীন্দ্রনাথ জানিয়েছেন, কমিশনে ফোন করেও কোনও সাড়া মেলেনি। চক্রান্তের অভিযোগ করে তিনি বলেন, ভোটারদের হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে এদিন ভোট দিতে যাওয়ার সময় কেন্দ্রীয় বাহিনীর বাধার মুখোমুখি হন রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে ভোট দিতে বাধা দিতে চেয়েছিলেন। এমনকী সীমান্ত ছেড়ে বিএসএফ জওয়ানরা ভোটারদের বিরক্ত করছেন বলেও অভিযোগ রবীন্দ্রনাথ ঘোষের। তিনি আবার নির্বাচনের দাবি জানিয়েছেন।
শোনা যাচ্ছে, বিজেপির তরফ থেকে ভোটারদের বাধা দেওয়া হচ্ছে। ভয় দেখানো হচ্ছে। এই সব নিয়েই রবীন্দ্রনাথ অভিযোগ জানিয়েছেন কমিশনে। আজ সবে মাত্র প্রথম দফার ভোট। আজ থেকেই সন্ত্রাস শুরু বিজেপির।