বিজেপির টুপি না পড়ায় হেনস্তার শিকার হতে হয়েছিল এক কলেজ পড়ুয়াকে। উত্তরপ্রদেশের মিরাটের এক কলেজ ছাত্রীকে বিজেপির টুপি পড়তে বলায় সে আপত্তি জানায়। আর তার জেরেই হেনস্তা হতে হয় তাঁকে। কয়েকজন সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ জানান মিরাটের এই মুসলিম ছাত্রী।
গত ৩ এপ্রিল ট্যুইট করে ওই ছাত্রী জানান যে কলেজ ট্যুরে আগ্রা যাওয়ার সময় তাকে হেনস্তার শিকার হতে হয়। ট্যুরে উপস্থিত সব ছাত্র-ছাত্রীদের মধ্যে শুধু সেই ছিল একমাত্র মুসলিম। রাস্তার মাঝে হটাৎ চার সহপাঠী তাকে জোর করে বিজেপির টুপি পড়তে। কিন্তু সে অস্বীকার করায় তাঁকে হেনস্তা করা হয়। উপস্থিত শিক্ষকরাও নীরব ছিল। এরপরই শোরগোল পড়ে যায়।
কলেজ কর্তৃপক্ষ তাদের জবাবে জানান যে তাঁরা এই বিষয়ে ব্যবস্থা নিয়েছেন। অভিযুক্তদের কলেজ থেকে সাসপেন্ড করা হয়েছে। আর একটি কমিটি করে ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু কিছুদিন পরই অভিযোগকারী ছাত্রীকেও বহিস্কার করে দেয়। যার যুক্তি হিসাবে কর্তৃপক্ষ জানিয়েছেন অভিযোগকারী ছাত্রীকে তদন্তের জন্য তলব করা হলেও সে হাজির হয় নি। তাদের সাফ কথা ‘অভিযুক্তদের বহিস্কার করে এমনিতেই চাপে আছেন তাঁরা’।
প্রসঙ্গত, অভিযুক্ত ছাত্ররা বজরং দলের সদস্য ছিলেন। আর তাঁদের বিরুদ্ধে অভিযোগ করায় ক্রমাগত হুমকি আসতে থাকে অভিযোগকারীর উপর। অভিযোগ তুলে নেওয়ার কথাও বলা হয়। আর তার জেরেই সে তদন্তে সাহায্য করতে পারছে না বলেও জানান।
কিভাবে অনাচার চালাচ্ছে বিজেপি। এই ঘটনাই তাঁর প্রমাণ। এমনই অভিযোগ বিরোধী শিবিরের। আসন্ন লোকসভা নির্বাচনে কেউ কাউকে এক টুকরো জমিও ছেড়ে দিতে নারাজ। বিজেপি বিরোধী সুরে সরগরম হয়ে উঠছে বিরোধীরা।