বিজেপিকে বাদ দেওয়ার সুর চড়াল কটন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন। বিজেপি সরকারের আনা নাগরিকত্ব বিলে অখুশি উত্তর-পূর্ব ভারত। বিজেপির ইস্তেহারে এই বিল লাগু করার কথা উল্লেখ আছে। আর সেটা একদমই মনঃপুত নয় তা উত্তর-পূর্ব ভারতের জনগনের কথা থেকেই স্পষ্ট।
কটন বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনের সভাপতি প্রাঞ্জল কালিতার কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তাঁর স্পষ্ট জবাব যে লোকসভা ভোটে বিজেপি ও তাঁর সঙ্গী দলগুলোকে সম্পূর্ণ বর্জন করার আবেদন জানিয়েছেন। যেখানে অসম বিরোধী কথা থাকে সেটা কখনই সমর্থনযোগ্য নয়। নাগরিকত্ব বিলের ব্যাপারে তাঁর আপত্তি চরম পর্যায়ে। আসামের মানুষের সংষ্কৃতি, ভাষা, অস্তিত্বেরবিরোধী বিল এনেছে বিজেপি সরকার। তাই তাঁদের সহযোগিতা করার কোনো প্রশ্নই ওঠে না।
এই একই সুরে সুর মিলিয়েছেন কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং অল আসাম ছাত্ৰ সংগঠনের সদস্যরা। উত্তর-পূর্ব ছাত্র ইউনিয়নও এই বিল আনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা অভিযোগ করেন বলেন, ‘এই বিলের লক্ষ্যই ছিল আমাদের দেশে আমাদেরকেই সংখ্যালঘু করে দেওয়া।’
লোকসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে বিজেপির গৃহিত ‘নাগরিকত্ব বিল’-ই তাঁদের বুমেরাং হয়ে যাচ্ছে বলে মনে করছেন বহু রাজনীতিবিদরা। উত্তর-পূর্ব ভারতের একটি বড় অংশ যে তাদের বিপক্ষে যাচ্ছে তাতে বিজেপির কপালে চিন্তার ভাঁজ ফেলেছ।