যত সময় এগিয়েছে ততই প্রযুক্তির ওপরে নির্ভর হয়ে পড়েছে মানব সভ্যতা। সে খাবার অর্ডার দেওয়া হোক বা গাড়ি বুক করে এখন সবকিছুই সম্ভব মাত্র একটি অ্যাপের মাধ্যমে। এবার সেই অ্যাপকে ব্যবহার করে জনগণনার তথ্য নেওয়ার প্রস্তাব দেওয়া হল।
রেজিষ্টার জেনারেল অফ্ ইন্ডিয়া বা আরজিআই- র পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয় আগামী ২০২১- র জনগণনার তথ্য অ্যাপের মাধ্যমে সংগ্রহ করার। আরজিআই -র পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয় দুদিন ব্যাপী ডেটা ‘ইউজার কনফারেন্স’ থেকে।
এই অনুষ্ঠানে আরজিআই অধিকারীদের পক্ষ থেকে বলা হয় তথ্য সংগ্রহ করার জন্যে উৎসাহী করা হবে নিজের মোবাইল ফোন ব্যবহারের করার এবং এই কাজের জন্যে দেওয়া হবে যথাযোগ্য পারিশ্রমিক। এ ছাড়াও তথ্য সংগ্রহ করা যাবে কাগজে যা জমা দেওয়া যাবে ইলেকট্রনিক মাধ্যমে।
জানানো হয় তথ্য সংগ্রহ করার জন্যে সারা দেশ জুড়ে ছড়িয়ে দেওয়া হবে ৩৩ লক্ষ ব্যাক্তিকে। এই প্রক্রিয়ার জন্যে জারি করা হয়েছে নোটিফিকেশন।
রেজিষ্টার জেনারেল অফ্ ইন্ডিয়া এবং সেনসাস কমিশনার জানান ২০২১ – র জনগণনা হবে দু ভাগে। বিশেষজ্ঞ মহলের মতে এই অভিনব প্রস্তাব বাস্তবায়িত হলে উপকৃত হবে সাধারণ মানুষ। মনে করা হচ্ছে এই প্রস্তাব বাস্তবায়িত হলে উৎসাহ বাড়বে সাধারণ মানুষদের মধ্যে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়ার।