নির্বাচন প্রক্রিয়া শুরু হতে আর কিছু মাত্র সময় বাকি আর তার আগে আক্রমণ, প্রতি আক্রমণে তুঙ্গে জাতীয় রাজনীতি। নরেন্দ্র মোদীকে ফের আক্রমণ করলেন শরদ পাওয়ার।
এনসিপি প্রধান শরদ পাওয়ার নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন মোদী তার প্রতিটি বক্তৃতায় সমালোচনা করেছেন বিরোধী দলগুলোর কিন্তু কোন সময় বলেন না বিগত পাঁচ বছরে দেশের জন্যে কী করেছে তার সরকার। তিনি মোদীকে আক্রমণ করেন রাফাল যুদ্ধবিমান চুক্তি নিয়েও।
এই প্রবীণ নেতা বলেন নরেন্দ্র মোদী তার প্রতিটি বক্তব্যে সমালোচনা করেন এনসিপি এবং কংগ্রেসের কিন্তু কোন সময় বলেন না বিগত পাঁচ বছরে শিবসেনা ও বিজেপি কী করেছে। মোদীর বিরুদ্ধে আক্রমণের তীব্রতা আরও বাড়িয়ে তিনি বলেন সবাই জানে মোদী তার পরিবারের সাথে কী করেছেন এবং এখন তিনি নাক গলাচ্ছেন অন্যদের পরিবারে। তিনি বলেন দেশের অবস্থা খারাপ করে দিয়েছেন নরেন্দ্র মোদী বিমুদ্রাকরণের মত সিদ্ধান্ত গ্রহণ করে।
বিশেষজ্ঞ মহলের মতে নির্বাচনের আগে শরদ পাওয়ারের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মনে করা হচ্ছে আগামী দিনগুলোতে আরও বাড়তে পারে আক্রমণ প্রতিআক্রমণের তীব্রতা।