এবার এক গুরুতর অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। সেই নেতার বিরুদ্ধে অভিযোগ হাজার হাজার টাকার টেলিফোন বিল বাকি রাখার। অভিযোগ ওঠে বিজেপি নেতা বরুণ গান্ধীর বিরুদ্ধে।
বিজেপির এই নেতার বিরুদ্ধে অভিযোগ তিনি বাকি রেখেছেন প্রায় ৩৮,০০০ টাকা টেলিফোন বিল বাবদ। ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএলের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয় পিলভিটের নির্বাচন অফিসারের কাছে বরুণ গান্ধীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্যে। চিঠি দিয়ে বিএসএনএলের পক্ষ থেকে জানানো হয় বরুণ গান্ধী ২০০৯-২০১৪ পর্যন্ত পিলভিটের সাংসদ থাকাকালীন সেই সময়ের টেলিফোন বিল মিটিয়ে দেননি। টেলিফোন বিল বাবদ বাকি পড়ে আছে প্রায় ৩৮,৬১৬টাকা।
বিশেষজ্ঞ মহলের মতে বিএসএনএলকে কেন্দ্র করে যখন উত্তাল জাতীয় রাজনীতি তখন এই ঘটনা যথেষ্ট চাপের মুখে ফেলবে বিজেপি শিবিরকে।
২০১৯ লোকসভা নির্বাচনে পিলভিট থেকেই লড়াই করবেন বরুণ গান্ধী। পিলভিটে ভোট হবে আগামী ২৩ এপ্রিল। নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে আগামী ২৩ মে।