মোদীকে নিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের পর থেকেই সারা দেশ জুড়ে উঠেছে বিতর্কের ঝড়। মোদী সরকার ফের একবার বিরোধীদের নিশানা হয়ে উঠেছে। বুধবার ইমরান খান ‘মোদীকে আবার প্রধানমন্ত্রী পদে দেখতে চাওয়ার’ ইচ্ছা প্রকাশ হওয়ার পর থেকেই মোদীকে নিশানা করছে বিরোধীরা।
পূর্বেই মোদীর বিরুদ্ধে ‘দেশকে বিক্রি’ করে দেওয়ার অভিযোগ তোলে বিরোধীরা। আর এইদিন পাক প্রধানমন্ত্রীর বক্তব্যের পর কংগ্রেস নেতা রণদীপ সুর্যওয়ালে তোপ দাগেন মোদীকে। তিনি বলেন, ‘মোদীর সঙ্গে ‘অফিসিয়ালি’ জোট বাঁধল পাকিস্তান৷ মোদীকে ভোট দেওয়া মানে পাকিস্তানকে ভোট দেওয়া, এমনই ট্যুইট করেছেন মোদী।’ শুধু বলেই নয়, এরপর সুর্যওয়ালে একটি ট্যুইট করে বলেন যে নওয়াজ শরিফের পর এবার ইমরান খান তোমাদের বন্ধু হয়েছে৷
এইভাবেই ইমরানের বক্তব্যকে সমানে রেখে বিরোধীরা সরব হয়ে উঠেছে সারা দেশ জুড়ে। মোদীর সাথে পাক আঁতাত আছে বলে সন্দেহ করছে মোদী বিরোধী শিবির।