[Total_Soft_Poll id=”2″]
আর মাত্র কিছুদিন পরেই বাংলাতে শুরু হতে চলেছে লোকসভা ভোট। জোরকদমে প্রচার চালাচ্ছেন সকলে। রোদ-ঝড় উপেক্ষা করে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন সকলে। গতকাল জঙ্গিপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান হেঁটে এবং হুডখোলা গাড়িতে চড়ে সকাল থেকে দিনভর খড়গ্রাম ব্লকের প্রায় ৩০টি গ্রামে রোড-শো করলেন। বিকেলে বহরমপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার বৃষ্টি উপেক্ষা করে বড়ঞা ব্লকের কয়েকটি গ্রামে প্রচার চালান। প্রচারে ব্যাপকভাবে এলাকার তৃণমূল কর্মীদের অংশ নিতে দেখা গিয়েছে।
গতকাল বিকেল ৩টে নাগাদ অপূর্ববাবুর প্রচার করার কথা থাকলেও, তিনি বিকেল সাড়ে চারটে নাগাদ বড়ঞার বাহাদুরপুর গ্রামে পৌঁছন। ওই সময় এলাকায় হাল্কা বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু অপূর্ববাবু বৃষ্টি উপক্ষো করেই ভোটপ্রচার করতে থাকেন। তিনি এলাকার সুন্দরপুর, হাতিশালা, চৈত্রপুর সহ স্থানীয় কুরুননুরুন পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে প্রচার করেন। প্রচারের সময় এলাকার তৃণমূল কর্মীরা প্রার্থীর সঙ্গে মিছিল করেন। এখানেও এলাকার বাসিন্দারা প্রার্থী অপূর্ববাবুকে ফুল ছড়িয়ে ও মালা পরিয়ে বিভিন্ন জায়গায় বরণ করেন। অপূর্ববাবু সুন্দরপুর গ্রামে পৌঁছলে এক প্রবীণ বসিন্দা বৃষ্টিতে ভেজা অপূর্ববাবুর মুখ গামছা দিয়ে মুছিয়ে দেন।
অপূর্ববাবু বলেন, এলাকার মানুষ যেভাবে আমাকে ভালোবাসছেন, আমার পাশে দাঁড়াচ্ছেন, তাতে আমি অভিভূত। এই সম্মান তৃণমূল নেত্রীর দৌলতেই মিলছে। এদিন অপূর্ববাবুর সঙ্গে প্রচারে অংশ নিয়েছিলেন কান্দি মহকুমা তৃণমূল সভাপতি গৌতম রায়, বড়ঞা ব্লক তৃণমূল সভাপতি গোলাম মুর্শিদ সহ স্থানীয় নেতৃত্ব।
স্থানীয় ব্লক তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এদিন খলিলুর সাহেব প্রথমেই খড়গ্রামে প্রচার করেন। এরপর বালিয়া, ধামালিপাড়া, রায়পুর, মহিষার, কলগ্রাম, ফকিরপাড়া, গোয়াই, কান্দুরি, পার্বতীপুর, আওগ্রাম, জটারপুর, এড়োয়ালি, পুনিয়া-সহ প্রায় ৩০টি গ্রামে রোড-শো করেন। প্রচারে বেশিরভাগ সময় হুডখোলা গাড়িতে থাকলেও, কয়েকটি গ্রামে তিনি হেঁটেও প্রচার করেন।
কাল তৃণমূল প্রার্থী যে গ্রামে গিয়েছেন, রাস্তার দু’পাশে বাসিন্দাদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। রাস্তার পাশে বহু মানুষকে জলের বোতল হাতে বহুক্ষণ অপেক্ষা করতে দেখা গিয়েছে। কোথাও আবার প্রার্থীকে দেখার জন্য গ্রামের শিশুরা ভিড় করেও দাঁড়িয়েছিল। কলগ্রামে কয়েকজন মহিলা ডাব হাতে নিয়ে প্রার্থীর জন্য অপেক্ষা করছিলেন। প্রার্থী যে গ্রামেই গিয়েছেন, তাঁকে দলীয় কর্মীরা ফুল ছড়িয়ে এবং ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। কোথাও প্রার্থীকে মিষ্টিমুখ করান বাসিন্দারা। আবার কোথাও মহিলারা প্রার্থীর সঙ্গে হাত মেলানোর জন্য গাড়িতে উঠে পড়েন। খড়গ্রাম, এড়োয়ালি, জটারপুর গ্রামগুলিতে প্রার্থীর রোড-শোতে কয়েকশো তৃণমূল কর্মী মিছিল করে প্রার্থীর সঙ্গে গ্রাম ঘোরেন।
[Total_Soft_Poll id=”3″]
বিকেল চারটে নাগাদ প্রার্থী খাওয়াদাওয়া সারেন। পরে আরও কয়েকটি গ্রামে প্রচারে যাওয়ার কথা থাকলেও, চারদিকে কালো মেঘ ঘনাতে দেখা যায়। এরপর এদিনের মতো প্রচার বন্ধ করতে বাধ্য হন। এদিন প্রার্থী খলিলুর সাহেব বলেন, এই এলাকার মানুষ যেভাবে সম্মান ও ভালবাসা জানাচ্ছেন, তাতে আমরা আপ্লুত।