[Total_Soft_Poll id=”2″]
ভোটযুদ্ধে গাছ বাঁচানোর আবদার, কেউ কখনো শুনেছে? হ্যাঁ, এবার ভোট প্রচারের পাশাপাশি গাছ বাঁচানোর বার্তা দিচ্ছে তৃণমূল। এ বার ভোটে উত্তর দিনাজপুরের দেওয়াল জুড়ে রাজনৈতিক প্রচারের পাশাপাশি গাছ বাঁচানোর জন্য লেখা স্লোগানও পথচলতি মানুষের চোখে পড়ছে। দলীয় প্রার্থীর প্রচারকে সামনে রেখে পরিবেশ রক্ষার এই প্রচার চলছে উত্তর দিনাজপুরের ইটাহারে। নির্বাচনী প্রচারের চালচিত্রে হঠাৎ এমন পরিবর্তন দেখে অভিভূত সাধারণ ভোটাররা।
রাজনৈতিক কূটকাচালিতে কিভাবে গাছ বাঁচানোর মত এত গুরুত্বপূর্ণ বিষয় উঠে এল তার উত্তর দিয়েছেন ইটাহারের বিধায়ক তথা তৃণমূল উত্তর দিনাজপুর জেলা সভাপতি অমল আচার্য। অমলবাবুর কথায়, “দেশের সবচেয়ে বড় সম্পদ মানুষ। দেশ বলুন, সরকার বলুন, সবই তো মানুষের জন্য। কিন্তু পরিবেশবিদরা বলছেন, চারদিকে পরিবেশ দূষণ যে ভাবে বাড়ছে, তাতে মানুষের অস্তিত্বই একদিন সঙ্কটের মুখে পড়ে যেতে পারে। এই দূষণ থেকে মানুষ ও পরিবেশকে বাঁচাতে পারে একমাত্র গাছ। তাই পরিবেশ রক্ষার স্বার্থে ভোট প্রচারের সুযোগে গাছ লাগানোর প্রচারও চালাচ্ছি আমরা। এই বার্তা পৌঁছে দিতে চাইছি প্রতিটি মানুষের কাছে”।
[Total_Soft_Poll id=”3″]
দেওয়ালে সবুজ লিখনে তৃণমূল সমর্থকেরা বার্তা দিয়েছেন, ‘দেশ বাঁচাতে বিজেপি হটাও, গাছ লাগিয়ে পরিবেশ বাঁচাও।’ একটি ভোট, একটি গাছ, পরিবেশ দূষণ নিপাত যাক’-এর মত লাইন। যা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা ক্ষেত্রটি ডিলিমিটেশনের কোপে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। বালুরঘাট কেন্দ্রে এ বারও তৃণমূলের প্রার্থী বিদায়ী সাংসদ অর্পিতা ঘোষ। অর্পিতার সমর্থনেই দেওয়াল লিখতে গিয়ে দলের জেলা সভাপতি অমল আচার্যর নির্দেশে বৃক্ষরোপণেরও প্রচার চালাচ্ছেন তৃণমূল কর্মীরা। তবে এই প্রচার শুধু দেওয়ালেই সীমাবদ্ধ নয়। মানুষের দরবারে ভোট চাইতে গিয়ে ভোটারদের কাছেও গাছ লাগানোর আবেদন রাখা হচ্ছে বলে দাবি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অমল আচার্যর।