[Total_Soft_Poll id=”2″]
আবার আদর্শ আচরণবিধি অমান্য করার অভিযোগ উঠল বিজেপি নেতাদের বিরুদ্ধে। নির্বাচনের আগে এই প্রথম নয়, দেশের বিভিন্ন প্রান্তে একাধিকবার বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আদর্শ আচরণ বিধি অমান্য করার।
মধ্যপ্রদেশে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল-সহ ৭ বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে আদর্শ আচরণ বিধি অমান্য করার। জব্বলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী রাকেশ সিংহের বিরুদ্ধে অভিযোগের ওঠে আদর্শ আচরণ বিধি অমান্য করার। শো-কজ নোটিশ জারি করা হয় রাকেশ সিংহের বিরুদ্ধে।
নিয়ম অনুযায়ী প্রার্থী-সহ পাঁচ জন প্রবেশ করতে পারে রিটার্নিং অফিসারের দফতরে মনোনয়ন জমা দেওয়ার সময়। কিন্তু রাকেশ সিংহের বিরুদ্ধে অভিযোগ পাঁচ জনের বেশি ব্যক্তি নিয়ে প্রবেশ করার।
নিষেধাজ্ঞা থাকা সত্বেও নির্বাচন অফিসের ১০০ মিটার ভেতরে প্রবেশ করে বিজেপি প্রার্থীর মিছিল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর অভিযোগ দায়ের করা হয় সুশীল তিওয়ারি, শরদ জৈন,অশোক রহানি-সহ অন্যান্য বিজেপি নেতাদের বিরুদ্ধে।
[Total_Soft_Poll id=”3″]